Tuesday, April 1

সিংহ নিয়ে মজার বাকযুদ্ধে অখিলেশ-মোদি

ঢাকা: ছয়টি সিংহ নিয়ে জমে উঠেছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব ও গুজরাটের বিজেপি নেতা নরেন্দ্র মোদির মধ্যকার তর্ক-বিতর্ক।
নরেন্দ্র মোদি গুজরাটে গির অরণ্য থেকে ৬টি সিংহ পাঠিয়েছিলেন উত্তর প্রদেশে, একধরনের প্রতীকী উপহার হিসেবে। সিংহগুলো বর্তমানে লক্ষ্ণৌ চিড়িয়াখানায় রয়েছে।

সিংহ পাঠানোর পর মোদি বলেন, ‘অখিলেশ গুজরাটি সিংহের মর্ম বোঝেনি। তারা রাষ্ট্র চালাতে যেমন অপারগ তেমনই অপারগ সিংহের যত্ন নিতে। পশুগুলোকে খাঁচায় ভরে দুর্বল করে ফেলেছে।’

অখিলেশ ও তার বাবা- সমাজবাদি পার্টির নেতা মোলায়মকে গির অরণ্য ঘুরে আসার পরামর্শ দেন মোদি। বলেন, সেখানে গেলে তারা দেখতে পাবেন গুজরাটের সিংহদের খাঁচায় পুরে রাখা যায় না।  

জবাবে অখিলেশ বলেন, তিনি কোনো হায়েনার কাছ থেকে সিংহের ব্যাপারে উপদেশ নিতে চান না। তারা কি করতে পারেন না পারেন তা উত্তর প্রদেশের মানুষ ভালোই জানেন।

অখিলেশ আরও বলেন, ইতাবায় সিংহগুলোর জন্যে বড় খাঁচা বানানো হবে। তাদের তিনি বেরোতে দেবেন না।

এভাবেই প্রতীকী বাগযুদ্ধে বিনোদন যোগাচ্ছেন ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের এই দুই প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়