Friday, March 7

সংরক্ষিত আসনে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

ঢাকা: সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছে ৩৯ জন। তবে মনোনয়ন থেকে বাদ পড়েছেন নবম সংসদের দাপুটে নারী সংসদ সদস্য অপু উকিল, তারানা হালিমরা।  
গতকাল বুধবার রাত ৮টার দিকে সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করার জন্য প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ডের একসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওই সভায় সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগের টিকিট পেতে মনোনয়ন সংগ্রহ করেন ৮২২ জন। পরে আবেদনগুলো বোর্ড সভায় পর্যালোচনা করা হয়। প্রার্থীদের রাজনৈতিক জীবন, জনসম্পৃক্ততা ও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তাদের অবদান বিবেচনা করে সর্বসম্মতভাবে ৩৯ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নামের তালিকা: ক্রমিক        নাম
১.        মোছা. সেলিনা জাহান লিটা
২.        অ্যাডভোকেট সফুরা বেগম রুমী
৩.        অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া
৪.        অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি
৫.        বেগম আখতার জাহান
৬.        সেলিনা বেগম স্বপ্না
৭.        সেলিনা আখতার বানু
৮.        লায়লা আরজুমান বানু
৯.        শিরিন নাঈম (পুনম)
১০.        কামরুল লায়লা জলি
১১.        হেপী বড়াল
১২.        রিফাত আমিন
১৩.        নাসিমা ফেরদৌসী
১৪.        আলহাজ্ব মিসেস লুৎফুন্নেছা
১৫.        মমতাজ বেগম অ্যাডভোকেট
১৬.        অ্যাডভোকেট তারানা হালিম
১৭.        মনোয়ারা বেগম
১৮.        মাহজাবিন খালেদ
১৯.        ফাতেমা জোহরা রানী
২০.        আলহাজ্ব দিলারা মাহবুব আসমা
২১.        ফাতেমা তুজ্জহুরা
২২.        ফজিলাতুন নেসা ইন্দিরা
২৩.        পিনু খান
২৪.        সানজিদা খানম
২৫.        সাবিনা আক্তার তুহিন
২৬.        রহিমা আক্তার
২৭.        অ্যাডভোকেট হোসনে আরা (বাবলী)
২৮.        কামরুন নাহার চৌধুরী (লাভলী)
২৯.        নীলুফার জাফর উল্লাহ
৩০.        রোখসানা ইয়াসমিন ছুটি
৩১.        অ্যাডভোকেট নাভানা আক্তার
৩২.        আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী
৩৩.        শামছুন নাহার বেগম অ্যাডভোকেট
৩৪.        ফজিলাতুন নেসা বাপ্পী
৩৫.        ওয়াসিফা আয়শা খান
৩৬.        জাহানারা বেগম সুরমা
৩৭.        সাবিহা নাহার বেগম (সাবিহা মুসা)
৩৮.        ফিরোজা বেগম চিনু
৩৯.        সুচিত্রা তংঞ্চঙ্গ্যাঁ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়