হাতিয়া: হাতিয়ায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা ক্রীড়া
কমপ্লেক্স মাঠে দুইদিন ব্যাপী হাউজি খেলার আয়োজন করা হয়। ২৬ ও ২৭ মার্চ
দুদিন ব্যাপী এ খেলায় অংশ নিয়েছে হাতিয়ার বিভিন্ন অঞ্চলের প্রায় দুই শতাধিক
হাউজি খেলোয়াড়। কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ পাশে পর্দা লাগিয়ে বড় বড়
সাউন্ড সিস্টেম ব্যবহার করে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলেছে এ খেলা।
শব্দ দূষণে মুসল্লিদের নামাজে বিঘ্ন ঘটায় এ খেলা নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ
হয়ে উঠেছে। তাছাড়া আগামী ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণকে
সামনে রেখে প্রার্থীদের টেনশনের মধ্যে এ ধরনের আয়োজন করায় নাখোশ
কর্মী-সমর্থকরা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এর আয়োজন
করায় ভয়ে কেউ মুখ খুলছে না।
এলাকাবাসী জানায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে উপজেলা নির্বাহী
কর্মকর্তা আবুল হাসানাত মো. মঈন উদ্দিন অফিসার্স ক্লাবের ব্যানারে এ হাউজি
খেলার আয়োজন করে। প্রথম দিনে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিছুর রহমান,
প্রকল্প কর্মকর্তা ছাইফুল্লাহ মজুমদার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার
ভবরঞ্জন, গুল্যাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মনিরুজ্জামান দুলাল খেলার তত্ত্বাবধান করেন।
হাতিয়ায় প্রথমবারের মতো উপজেলা সদরে একটি জনবহুল ও আবাসিক এলাকায় এ ধরনের
আয়োজন করায় সবার মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে কেউ প্রতিবাদ করার সাহস
পাচ্ছেন না।
উল্লেখ্য, আগামী ৩১ মার্চ হাতিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ।
আইন-শৃঙ্খলা রক্ষা, নির্বাচনী কর্মকর্তাদের তালিকা চূড়ান্তকরণ, ভোট ও
কেন্দ্রের আসবাবপত্র বিষয়ে প্রস্তুতি নিতে ইউএনওসহ সব কর্মকর্তাদের ব্যস্ত
থাকার কথা থাকলেও হাউজির আয়োজনে নিয়ে ব্যস্ত রয়েছেন। এ নিয়ে ক্ষোভ দেখা
দিয়েছে।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়