Saturday, March 22

রোববার শপথ নেবেন নবনির্বাচিতরা

ঢাকা: দশম জাতীয় সংসদের সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৮ নারী প্রার্থী শপথ নেবেন রোববার সকালে। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন।  
ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২৩ মার্চ রোববার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের নিচ তলার শপথ কক্ষে সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নারী সংসদ সদস্যরা শপথ নেবেন।

এরআগে বৃহস্পতিবার নির্বাচন কমিশন ৪৮ নারী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেন। গত ১১ মার্চ মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। কিন্তু কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি। এর আগে গত ৯ মার্চ ৫০ জন প্রার্থী ইসিতে মনোয়নপত্র জমা দেন। ১১ মার্চ যাচাই-বাছাই শেষে ৪৮ জন প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এছাড়া বিলখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল হয়ে যায় আওয়ামী লীগের সাবিয়া নাহার বেগম ও জাতীয় পার্টির (জাপা) খোরেশেদ আরা হকের প্রার্থিতা। পরে ১২ মার্চ তারা আপিল করলে ১৬ মার্চ শুনানি শেষে তাদের আবেদন নামঞ্জুর করে ইসি। ওই দু’আসনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করবে কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফরহাদ হোসেন গত মঙ্গলবার জানিয়েছিলেন, বাতিল হওয়া দুই আসনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করবে কমিশন। নির্বাচিতদের গেজেট প্রকাশের সময় থেকে ২১ কার্যদিবসের মধ্যে বাকি দুই আসনের পুনঃতফসিল করার বিধান রয়েছে।

বৈধ ৪৮ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৩৮ জন, জাতীয় পার্টির ৫ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন, জাসদের ১ জন ও স্বতন্ত্র ৩ জন।

নির্বাচিতরা হলেন- আওয়ামী লীগের তারানা হালিম, ফজিলাতুন নেসা বাপ্পী, ফজিলাতুন নেসা ইন্দিরা, আমিনা আহমেদ, পিনু খান, সানজিদা খানম ও নীলুফার জাফরউল্যাহ, সেলিনা জাহান লিটা, সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, উম্মে কুলসুম স্মৃতি, বেগম আখতার জাহান, সেলিনা বেগম স্বপ্না, সেলিনা আখতার বানু, লায়লা আরজুমান বানু, শিরিন নাঈম পুনম, কামরুল লায়লা জলি, হেপী বড়াল, রিফাত আমিন, নাসিমা ফেরদৌসী, লুৎফুন্নেছা, মমতাজ বেগম, মনোয়ারা বেগম, মাহজাবিন খালেদ, ফাতেমা জোহরা রানী, দিলারা মাহবুব আসমা, ফাতেমা তুজ্জহুরা, সাবিনা আক্তার তুহিন, রহিমা আক্তার, হোসনে আরা বাবলী, কামরুন নাহার চৌধুরী লাভলী, রোখসানা ইয়াসমিন ছুটি, নাভানা আক্তার, আসমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, শামছুন নাহার বেগম, ওয়াসিফা আয়শা খান, জাহানারা বেগম সুরমা ও ফিরোজা বেগম চিনু।

আরও আছেন জাসদের লুৎফা তাহের, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাজেরা খাতুন, প্রধান বিরোধী দল জাতীয় পার্টির নুর-ই হাসনা লিলি চৌধুরী, মাহজাবীন মোরশেদ, মেরিনা রহমান, শাহানারা বেগম ও রওশন আরা মান্নান।

এছাড়া স্বতন্ত্রদের জোটের রয়েছেন কাজী রোজি, অ্যাডভোকেট নূর জাহান বেগম (মুক্তা) ও অ্যাডভোকেট উম্মে রাজিয়া কাজল।

এ বিষয়ে আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ফজিলাতুন নেসা বাপ্পী বাংলামেইলকে বলেন, ‘আগামীকাল সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের নিচ তলায় শপথ কক্ষে আমাদের শপথ গ্রহণ করার কথা আছে।’

প্রসঙ্গত, প্রধান বিরোধী দল ছাড়াই দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।  

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়