Monday, March 3

আসন্ন লোকসভা নির্বাচনে সিপিআই এমের তালিকা প্রকাশ

ঢাকা : আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামপন্থী দল সিপিআই-এম। দেশটির ১২টি রাজ্য ও কেন্দ্র-শাসিত অঞ্চলের ২৪টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। তবে এই তালিকায় পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং কেরালার কোনও আসন নেই।

আগামী ৫ মার্চ কলকাতা থেকে পশ্চিমবঙ্গের জন্য দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হতে পারে বলে সিপিএম সূত্র জানিয়েছে। অসম থেকে তিনটি, গুজরাট থেকে একটি, হিমাচল প্রদেশ থেকে দুটি, ঝাড়খন্ড থেকে দুটি, কর্ণাটক থেকে দুটি, লাক্ষাদীপ থেকে একটি, মধ্যপ্রদেশ থেকে দু’টি, মহারাষ্ট্র থেকে তিনটি, উড়িষ্যা থেকে একটি ও পাঞ্জাব থেকে দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

লোকসভা ভোটের রণকৌশল ঠিক করতে দিল্লিতে বৈঠকে বসেছিল বামপন্থী দলটির কেন্দ্রীয় কমিটি। রোববার দু’দিনের এ বৈঠক শেষ হয়। এরপরই কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ২৪ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

একে গোপালন ভবন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, পলিটব্যুরোর তৈরি খসড়া নির্বাচনি ইশতেহার নিয়েও দু’দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। খুব শিগগিরই তা প্রকাশ করা হবে।

এদিকে ভারতের নির্বাচন কমিশনের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে আগামী মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে লোকসভা নির্বাচন শুরু হবে। সাত দফায় ভোটগ্রহণের ব্যবস্থা রেখে খুব শিগগিরই নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়