Sunday, March 2

মাঠে নামুন, হাত-পা কেটে দেয়া হবে

ঢাকা: বিএনপিকে ‍উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘এবার মাঠে নামুন, হাত-পা কেটে দেয়া হবে।’
রোববার সন্ধ্যায় তেজগাঁও থানা আওয়ামী লীগের ২৪, ২৫, ২৬, ২৭ ও ৯৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ সেলিম বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনি সন্ত্রাস, নাশকতা, মানুষ হত্যা করতে পারেন কিন্তু আন্দোলন করতে পারেন না।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে খালেদা জিয়া এবার বিরোধী দলে নেই। আগামী নির্বাচনে না এলে তার নাম-নিশানাও থাকবে না।’

বিএনপি ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নাম মুছে ফেলা হবে খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে শেখ সেলিম বলেন, ‘গোপালগঞ্জের নাম কেউ মুছে ফেলতে পড়বে না। গোপালগঞ্জ হচ্ছে বাঙালি রাজনীতির তীর্থস্থান।’

তিনি বলেন, ‘আজো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আর এ ষড়যন্ত্রের সঙ্গে রয়েছে আল কায়েদা, জামায়াত এবং পাকিস্তানের খালেদা।’

নির্বাচনের আগে খালেদা জিয়ার ডাকা মার্চ ফর ডেমোক্রেসি সম্পর্কে সেলিম বলেন, ‘এটা মার্চ ফর ডেমোক্রেসি ছিল না। এটা ছিল ক্যান্টনমেন্ট ডেমোক্রেসি।’

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পতন ঘটানো যাবে না। যারা পতন ঘটাতে চাইবে তাদেরই পতন হবে।’

বিদেশি বন্ধুদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার জনগণের ম্যান্ডেড নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছি। এর ভেতর মধ্যবর্তী কোনো নির্বাচন হবে না।’

তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়