Sunday, March 2

ভারতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল

ঢাকা:একটি প্রীতি ম্যাচ খেলতে রোববার ভারতে গেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটির ভেন্যু গোয়া। বাংলাদেশের ২৬ সদস্যের দলে ফুটবলারের সংখ্যা ২০। ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভূঁইয়ার ভারতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা। রওনা দেয়ার আগে ভারতকে হারানোর আশা প্রকাশ করে দলের প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, এই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের সঙ্গে শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া হয়েছিল আমাদের। সে কথা আজো আমাকে পীড়া দেয়। আমাদের লক্ষ্য ভারতকে তাদের মাটিতে হারানো। আশা করি তারুণ্য নির্ভর দলটি আমাদের হতাশ করবে না।
তবে দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন ডি ক্রুইফ। এ প্রসঙ্গে তিনি বলেন, এতো অল্প সময়ের প্রস্তুতিতে ভালো করা সম্ভব নয়। তারপরও যতটা সময় পেয়েছি দলকে ভালোভাবে গোছাতে পেরেছি।

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়