Tuesday, March 4

নবীন এমপিদের সংসদীয় রীতি শেখানো শুরু

ঢাকা: দশম জাতীয় সংসদে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমসহ সংসদীয় রীতি-নীতি সম্পর্কে ধারণা দেয়ার লক্ষ্যে দু-দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার সংসদ ভবনে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

সংসদ সদস্য হিসেবে প্রথমবার নির্বাচিত সদস্যদের উদ্দেশে স্পীকার শিরিন শারমিন চৌধুরী বলেন, ‘সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সংসদকে কার্যকর রাখা এবং জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সবাইকে কাজ করতে হবে। জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে জনগণের কথা বলে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে।’

তিনি বলেন, ‘সংবিধান, কার্যপ্রণালী বিধি ও প্রচলিত রীতি-নীতির মাধ্যমেই সংসদ পরিচালিত হয়। তাই এসব ব্যাপারে সংসদ সদস্যদের অবহিত থাকতে হবে এবং সংসদীয় রীতি-নীতি অনুসরণ করে সংসদ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।’

সংসদ সদস্যদের উদ্দেশে শিরিন শারমিন চৌধুরী বলেন, ‘আপনারা সংসদ সদস্য হিসেবে প্রথমবার নির্বাচিত হলেও রাজনৈতিক অভিজ্ঞতা, দলের প্রতি আনুগত্য ও জনকল্যাণে আপনাদের অবদান দশম জাতীয় সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।’

স্পিকার বলেন, ‘সংসদ কার্যক্রম চলাকালীন প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। তাই সংসদ সদস্য হিসেবে অধিবেশনের সব কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রত্যক্ষকরণ একান্ত অপরিহার্য।’

সংসদ পরিচালনায় এবং সংসদ সদস্যদের সহযোগিতায় সংসদ সচিবালয়ের কার্যক্রম ও ভূমিকারও উল্লেখ করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

সংসদকে আরো বেশি কার্যকর করতে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর, ৭১ বিধি, সিদ্ধান্ত প্রস্তাব, আইন প্রণয়ন ও বিভিন্ন বিধিতে নোটিশ দেয়াসহ সংসদ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহবান জানান স্পিকার।

তিনি বলেন, ‘সংসদ জনগণের আশা আকাঙ্খার প্রতীক। সংসদ টেলিভিশনের মাধ্যমে সংসদ কার্যক্রম দেশব্যাপী সরাসরি সম্প্রচারিত হওয়ায় সমগ্র জাতি গভীর আগ্রহের সঙ্গে জনপ্রতিনিধিদের কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছে। তাই সংসদ সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা খুবই গুরুত্বপূর্ণ।’

এ সময় ডেপুটি স্পীকার বলেন, ‘সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি, তাই সংসদে যাতে জনগণের যথাযথ প্রতিনিধিত্ব হয় তা নিশ্চিত করতে সংসদীয় রীতি-নীতি মেনে দায়িত্ব পালন করতে হবে।’
সংসদীয় কার্যক্রম ও আলোচনার ভাষা প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

দু-দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে ৫০ জন নবনির্বাচিত সংসদ সদস্য অংশ নিচ্ছেন। ওরিয়েন্টেশনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ, পটভূমি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ওপর আলোচনা করেন ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং সংসদের বিভিন্ন প্রিভিলেজ সম্পর্কে চীফ হুইপ আ. স. ম. ফিরোজ সংসদ সদস্যদের অবহিত করেন।

জাতীয় সংসদের হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার ও মোঃ শাহাব উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুল স্বাগত বক্তব্য রাখেন।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়