Tuesday, March 4

জাবিতে নতুন প্রক্টরিয়াল বডির নিয়োগ

জাবি: দীর্ঘ দিনব্যাপী অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে এনে বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠু ও শান্তভাবে পরিচালনার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন প্রক্টরিয়াল বডির নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. তপন কুমার সাহা। এর সঙ্গে আরো ১০ শিক্ষক সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁরা হলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, প্রতœতত্ত্ব বিভাগের সিকদার মো. জুলকারনাইন, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহকারী অধ্যাপক সেলিনা আক্তার ও প্রভাষক মো. মাহমুদুল হাসান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নিগার সুলতানা, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কবির, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক শেখ আদনান ফাহাদ, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. ইনামুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মেহেদী ইকবাল ও প্রভাষক তানজিনুল হক মোল্লা।
সোমবার রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নতুন প্রক্টরিয়াল বডিকে দায়িত্ব দেওয়ার কথা বলা হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সহকারী প্রক্টরের পদ থেকে সহকারী প্রক্টর কাজী সাইফুল ইসলাম, ইব্রাহিম খালেদ, শামিীমা নাসরিন জলি, মীর মাসুদুল আলম ও এম এম ময়েজ উদ্দিনকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ প্রক্টরিয়াল বডি দায়িত্ব প্রদান করা হল। প্রক্টর অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
অধ্যাপক ড. ফারাজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদানের মাত্র একদিন পরেই দায়িত্ব পালনে অবহেলার কারণে পরো প্রক্টরিয়াল বডির প্রত্যেক সদস্যকে অব্যাহতি দিয়ে নতুন এ বডিকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘ দিন থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন অরাজকতা, চাঁদাবাজি, সংঘর্ষ হলেও প্রক্টরসহ পুরো বডিই নীরব ভূমিকা পালন করেছে। এমনকী  গত রবিবার ছাত্রলীগের দু’পক্ষের ঘণ্টাব্যাপী সশস্ত্র সংঘর্ষে সদ্য অব্যাহতি পাওয়া প্রক্টরিয়াল বডির কোন সদস্যই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
এসব কারণ বিবেচনা করেই নতুন প্রক্টরিয়াল বডি ঢেলে সাজানো হয়েছে বলে জানিয়েছেন নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টর শেখ আদনান ফাহাদ।
নতুন প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা বলেন, আমার  দায়িত্ব গ্রহণ করেছি। বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে এনে ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনাই আমাদের প্রথম কাজ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়