ঢাকা: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন,
‘বিএনপি নামক দলটির জন্ম হয়েছে মৌলবাদ, জঙ্গিবাদ ও জামায়াতের সমন্বয়ে একটি
ককটেল দল বানানোর জন্য। এজন্যই জামায়াতের সঙ্গে তাদের সম্পর্কচ্ছেদের কথা
যে আমরা বলি সেটা আশ্চর্যজনক।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে প্রজন্ম ৭১ আয়োজিত ‘জামায়াত
শিবির রাজাকার ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ
কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘আজ যে জঙ্গিবাদ, মৌলবাদ সৃষ্টি হয়েছে তা ৭৫ সালে
বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে শুরু হয়েছিল। আর এ ধর্মভিত্তিক মৌলবাদ শুরু
করেছিল জিয়াউর রহমান।’
তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারেনি কখনো।
একাত্তরের পরের প্রজন্মকে মুক্তিযুদ্ধের মলিন বিভ্রান্তিমূলক ইতিহাস জানানো
হয়েছে। আর এ ইতিহাস বিকৃতি করেছিল জিয়াউর রহমান। এখন অব্যাহত রেখেছে
খালেদা।
মন্ত্রী বলেন, ‘আমরা একদিকে জঙ্গিবাদ মৌলবাদ, নির্মূল করার চেষ্টা করছি,
অপরদিকে বিএনপি এদেরকে রক্ষা করার জন্য প্রত্যক্ষ মদদ দিয়ে যাচ্ছে। জঙ্গি
নির্মূলে জাতি যদি ঐক্যবদ্ধ না হয় তাহরেল এটা সম্ভব নয়।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজিজুর রহমান। আরো উপস্থিত
ছিলেন ওমর ফারুক এমপি, অ্যাড সানজিদা খানম, রুবাইয়া হাসিনা প্রমুখ।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়