Thursday, March 6

ভেনেজুয়েলায় বিরোধীদের সাথে সংলাপে বসার আহবান মুনের

ঢাকা : ভেনেজুয়েলায় উদ্ভূত সংকট প্রশমনে বিক্ষোভকারীদের দাবিগুলো যত্নসহকারে শোনা ও বিরোধীদের সাথে সংলাপে বসতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জেনেভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইলিয়াস জাওয়ার সঙ্গে বৈঠকে বসার আগে এ মন্তব্য করলেন বান কি মুন।

জাতিসংঘ মহাসচিব বান শান্তিপূর্ণভাবে বার্তা পৌঁছাতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানান। গত কয়েক সপ্তাহে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভে ১৮ জন নিহত হয়েছে। এদিকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সাথে ‘আলোচনা করতে জেনেভায় অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী জাওয়া বলেছেন, ভেনেজুলেয়া এখন গণমাধ্যমের দ্বারা মনস্তাত্ত্বিক যুদ্ধ’ এর শিকার। আমাদের দেশে ব্যাপক বিশৃঙ্খলা ও জনগণের ওপর বৈষম্য ও দমন-পীড়ন চলে বলে কিছু জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। যেগুলো একেবারেই মিথ্যা ধারণা বলে জানালেন জাওয়া। তিনি বলেন, এর মধ্য দিয়ে তারা আসলে মানবাধিকার লঙ্ঘনের নামে বৈদেশিক হস্তক্ষেপ করার যুক্তিযুক্ত জায়গা তৈরি করছে। পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, বান উত্তেজনা কমানো ও একটি কার্যকরি সংলাপ অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।

দেশটিতে একজন স্থানীয় নারীকে ধর্ষণের ঘটনায় তাচিরা ও মেরিডায় ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে আসলে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সেটি বিক্ষোভে রূপ নেয়। এসময় অনেক ছাত্র-ছাত্রী আটক হয়। আটককৃত বিক্ষোভকারীদের মুক্তির দাবিতে বিরোধীরা দেশটির রাজধানী কারাকাস ও অন্যান্য শহরের দিকে অগ্রসর হলে পুলিশের সাথে সংঘর্ষে ৩ জন নিহত হয়। এ ঘটনায় সন্দেহভাজন আরো ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়