ঢাকা: পাকিস্তানের সিন্ধু প্রদেশে, এক মন্দিরে হামলা
চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার মন্দিরের পুরোহিত হনুমান
পুলিশকে এ তথ্য জানান।
জানা যায় সিন্ধু প্রদেশের লতিফাবাদ এলাকার ঐ মন্দিরে শুক্রবার ৩ ব্যক্তি
প্রার্থনাকারীর ছদ্মবেশ নিয়ে ঢুকে পড়ে। অতঃপর এলোপাতাড়ি ভাঙচুর চালাতে
থাকে। সন্ত্রস্ত লোকজনের ছুটোছুটিতে বেশ ক’জন আহত হন। কোন নিহতের ঘটনা
ঘটেনি।
আসন্ন চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে ঐ মন্দিরে সাজসজ্জা চলছিল। আক্রমণকারীর সব সাজসজ্জা বিনষ্ট করে।
লতিফাবাদ এলাকায় ৫০০-৬০০ ঘর হিন্দু পরিবার বাস করেন। তারা এ ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে আজ বিক্ষোভ করেছেন।
এ হামলার সঙ্গে কোন বিশেষ গোষ্ঠির সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। কোন গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেনি।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়