Wednesday, March 5

লোকসভা নির্বাচন: ভোট শুরু ৭ এপ্রিল, ফল ঘোষণা ১৬ মে

ঢাকা : ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে প্রধান নির্বাচন কমিশনার ভি এস সম্পত জানিয়েছেন, ৭ এপ্রিল থেকে শুরু হয়ে ভোট মোট ৯ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি দফাগুলো হবে যথাক্রমে ৯ এপ্রিল, ১০ এপ্রিল, ১২ এপ্রিল, ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে এবং ১২ মে। নির্বাচনের ফল ঘোষণা করা হবে ১৬ মে।

এত বেশি দফায় ভোট গ্রহণের কারণ সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অবাধ ও স্বচ্ছ ভোট করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে পাঁচ দফায় ভোট হবে। এই তারিখগুলো হল যথাক্রমে ১৭ এপ্রিল, ২৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে এবং ১২ মে।

প্রসঙ্গত, লোকসভার ৫৪৩টি আসন ছাড়াও অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা এবং সিকিমে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে কয়েকটি রাজ্যের বিধানসভা আসনে উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।

ভিএস সম্পত জানান, এবারের লোকসভা নির্বাচনে ৮১ কোটি ৪৬ লাখ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে মোট পোলিং স্টেশন থাকবে ৯ লক্ষ ৩০ হাজার।

ভারতের ২০০৯ সালে সর্বশেষ লোকসভা নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে বর্তমানের ক্ষমতাসীন দল কংগ্রেস ১১ কোটি ৯০ লাখ, প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সাত কোটি ৮০ লাখ, বহুজন সমাজ পার্টি (বিএসপি) দুই কোটি ৬০ লাখ এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী-সিপিএম) দুই কোটি ২০ লাখ ভোট পেয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়