Tuesday, March 4

জবি ক্যাম্পাসে বিক্ষোভ, ব্যাংকে তালা, অস্থায়ী টিএসসি ঘোষণা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়ার দাবিতে ব্যাংকের ওই শাখার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টার দিক থেকে সেখানে অবস্থান নেন তারা।
এসময় ব্যাংকের ওই শাখার মূল ফটকে তালা ঝুলিয়ে সেখানে ‘বঙ্গবন্ধু একাডেমিক ভবন’  লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে ১২টার দিকে এই শিক্ষার্থীরা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সামনে থেকে চলে যান বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে।

সেখানে সমবায় ব্যাংকের খালি জমি নিজেদের দখলে নিয়ে সেটিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী টিএসসি ঘোষণা করেন তারা। এ সময় আশপাশের সড়কে যারন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান করছেন।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়