Saturday, March 15

উন্নয়নের জন্য পূর্ব শর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা: মাহাথির

ঢাকা : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন,একটি দেশের উন্নয়নের জন্য পূর্ব শর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা' আর রাজনৈতিক স্থিতিশীলতার ওপর বিদেশি বিনিয়োগ নির্ভর করে।

শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস’র দ্বিতীয় সমাবর্তন ভাষণ শেষে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিদেশি বিনিয়াগ বাড়লে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দেশের উন্নয়ন হবে। এজন্য রাজনৈতিক দলগুলোরই দায়িত্ব স্থিতিশীলতা বজায় রেখে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করে দেয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়