ঢাকা : নয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা এবং সাবেক গৃহায়ন ও
গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের
অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ শাহবাগ থানায় মামলাটি দায়ের
করেন দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়। এ মামলায় অন্য আসামিরা হলেন- জাতীয়
গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) মো. আজহারুল হক,
মুনসুর আলম ও মতিয়ার রহমান। অভিযোগ রয়েছে, আলমগীর কবির গৃহায়ন
প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে তার হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের
(এনএইচএ) কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক
ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজারমূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ
দেন। এই প্লট বরাদ্দের মাধ্যমে তিনি সরকারের প্রায় ৩৯ কোটি তিন লাখ ২০
হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত
হয়েছে। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সম্প্রতি এক বৈঠকে সাবেক
প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ মামলার অনুমোদন দেয়া হয়।
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়