Thursday, March 20

এবার ৩০ শতাংশ প্রার্থীই আসামি

ঢাকা: চতুর্থ দফার উপজেলা নির্বাচনে ৩৯৩ প্রার্থীর মধ্যে ১১৩ জনের বিরুদ্ধেই মামলা আছে। অংকের হিসেবে তা ২৯.৮১ শতাংশ। এর মধ্যে ১৫ জনের বিরুদ্ধে রয়েছে ৩০২ ধারার মামলা। ১৪ প্রার্থীর কোনো তথ্য পাওয়া যায়নি।
তথ্য পাওয়া ৩৭৯ প্রার্থীর মধ্যে অতীতে মামলা ছিল ১৫৩ জনের বিরুদ্ধে। অতীত ও বর্তমানে মামলা আছে ৬৩ জনের বিরুদ্ধে। ২৬৬ জনের বিরুদ্ধে কোনো মামলা নেই এবং ২২৬ জনের বিরুদ্ধে বর্তমানে মামলা থাকলেও অতীতে ছিল না।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুশাসনের জন্য নাগরিক- সুজন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সহযোগী সমন্বয়কারী সানজিদা বিপাশা।

চুতর্থ দফায় ২৩ মার্চ অনুষ্ঠিত হবে ৯২টি উপজেলা নির্বাচন। এতে সর্বমোট ১ হাজার ৫১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫১৯ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২১ জন। সুনামগঞ্জের জগন্নাথপুর ও শেরপুরে জেলা সদর উপজেলার হলফনামা নির্বাচন কমিশনে ওয়েব সাইটে হলফনাম না দেয়াই তাদের তথ্য দেওয়া হয়নি। এছাড়াও আরো ৯ জন প্রার্থীর তথ্য ওযেব সাইটে তথ্য দেওয়া হয়নি। তাই মোট ৩৭৯ জন প্রার্থীর তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে সুজন জানিয়েছে, চতুর্থ দফা ৯২টি উপজেলায় মোট ৩৮৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ২২৬ জন বা ৫৯ দশমিক ৬৩ শতাংশ প্রার্থী ব্যবসার সঙ্গে জড়িত। দ্বিতীয় অবস্থানে আছে কৃষি পেশা। এতে রয়েছে ৫৭ জন বা ১৫ দশমিক ০৪ শতাংশ, তৃতীয় অবস্থানে চাকরি ৪৮ জন বা ১২ দশমিক ৬৬ শতাংশ।  
৩৭৯ প্রার্থীর মধ্যে ৯৮ জনের বাৎসরিক আয় ২ লাখ টাকার কম। ৫ জনের আয় এক কোটি টাকার বেশি এবং বাকিদের আয় ৫ লাখ টাকার বেশি।
ইসির হলফনামার তথ্য অনুযায়ী, চতুর্থ দফা ‍উপজেলা ৩৮৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উল্লেখযোগ্য অংশ ১২৮ জন বা ৩৩.৭৭ শতাংশ প্রার্থী স্নাতক বা ৭২ জন বা ১৯ শতাংশ স্নাতককোত্তর। আর স্বল্প শিক্ষিত অর্থাৎ এসএসসি বা তার চেয়ে কম যোগ্যতাসম্পূর্ণ প্রার্থীর হার ৬২ জন ১৬.৩৬ শতাংশ আর এইচএসসি ৭৫ জন আ ১৮.৭৯ পাস।
৬৩ জন প্রার্থীর ঋণ গ্রহীতা। ৩১৬ জনের কোনো ঋণ নেই। ৫ কোটির উপরে ঋণ রয়েছে ৫ জনের। ৩৭৯ জন প্রার্থীর মধ্যে ১৭৮ জন নিয়মিত আয়কর দেন।
বিশ্লেষণে সুজন দেখতে পেয়েছে উল্লেখযোগ্য প্রার্থীই অল্প শিক্ষিত হলেও এসএসসির চেয়ে কম যোগ্যাতা সম্পূর্ণ ৬২ জন। এছাড়া ৬২ জন প্রার্থী বিদ্যালয়ের গন্ডি পেরুতে পারেনি।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়