Friday, March 7

উপজেলা পরিষদ নির্বাচনে কানাইঘাটে প্রার্থীদের প্রতীক বরাদ্ধ

 নিজস্ব প্রতিবেদক:
চতুর্থ দফা ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ মার্চ সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের নিবার্চন অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার জেলা রিটার্নিং অফিসারের কার্যলয় থেকে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারনায় মাঠে ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। মাইকিংয়ে শুরু হয়েছে প্রার্থীদের গুণকীর্তন গেয়ে জমজমাট প্রচারনা। ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সর্মথিত চারজন এবং বিএনপি সমর্থিত একজন প্রার্থী দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে গত বৃহস্পতিবার তাদের মনোয়নপত্র প্রত্যাহার করে নেন। নিবার্চনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী হিসাবে নিজাম উদ্দিন (ঘোড়া), ১৯দলীয় জোট সমর্থিত বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশিক উদ্দিন চৌধূরী  (মোটর সাইকেল), জাপা সমর্থিত মোঃ শাহাবউদ্দিন (দোয়াত-কলম) এবং নাগরিক কমিটির ব্যানারে জামায়াত নেতা আব্দুর রহিম (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সম্মিলিত নাগরিক পরিষদ সমর্থিত প্রার্থী হয়ে পৌর আওয়ামীুলীগের আহ্বায়ক জামাল উদ্দিন (জাহাজ), বর্তমান ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা বদরুজ্জামান ইকবাল (টিয়া পাখি), আওয়ামীলীগ সমর্থিত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রানা (মাইক), বিএনপি নেতা আজিজুল আম্বিয়া (টিউবওয়েল), জমিয়ত নেতা মাওঃ আলিম উদ্দিন (চশমা) ও হেফাজত নেতা মাওঃ আব্দুল করিম তারেক (তালা) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান প্রভাতী রানী দাস (হাঁস), রুবি রানী চন্দ (কলস), মরিয়ম বেগম (পদ্ম ফুল), জাহানারা বেগম (বৈদুতিক পাখা) ও রোকশানা বেগম (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়াই করবেন।

শেয়ার করুন

3 comments:

  1. নিজাম ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই

    ReplyDelete
  2. কানাইঘাট উপজেলা নির্বাচনে জনাব শাহাব উদ্দিন এগিয়ে আছেন। যদিও জনাব আব্দুর রহিম এর বাড়ি গাছবাড়ির পাশে হলেও ,ওনার নিজ গ্রামের মানুষ তাকে এবং তাদের পরিবার কে পচ্ছন্দ করে না, তার সাথে জামাত শিবিরের কিছু সন্ত্রাসী গোষ্টির গনিস্ট সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে অনেকের। রাজাগঞ্জ ইউনিয়ন ও ঝিঙ্গা বাড়ি ইউনিয়ন ও বাণী গ্রাম ইউনিয়ন এর অনেকর সাথে আলাপ করে জানা যায় জনাব আব্দুর রহিম এর কোনো নামই নাই এবং এলাকার মানুষের সাথে তার কোনো যোগাযোগ নাই। সুযোগ বুজে এখন নির্বাচন করতে আসছে। এ দিগে খবর নিয়ে জানা যায় জনাব শাহাব উদ্দিন সাব কে ইতি মধ্যে এলকাবাসী গত বছর এর মত সমর্থন দিয়েছেন। গত বছরব ১৬ হাজার ভোট পেয়ছেন উনি। খোজ নিয়ে জানা যায় লক্কিপশাদ পূর্ব ও পশিম ইউনিয়ন এর আওয়ামিলিগ এবং বিএনপির একটি বিদ্রোহী গ্রুপ শাহাবউদ্দিন এর পক্ষে গণসংযোগ শুরু করেছে।গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনাব নিজাম উদ্দিন চতুল ও বরবন্দ ইউনিয়নের কিছু পার্থীর পক্ষে প্রচারণা করার কারণে তারা এখন জনাব নিজাম উদ্দিন এর বিপক্ষে কাজ করতেছে। অন্যদিকে বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব আশিক চৌধরী এলাকার উন্নয়নে কোনো ভূমিকা না রাখা এবং দলীয় কন্দ্লনের কারণে তার পক্ষে জনমত এবার শুন্যের কোঠায়। তাছাড়া জামাতের পার্থি এম এ রহিম থাকায় উনি বেকায়দায় রয়েছেন।

    ReplyDelete
  3. ২০১৪ সালে কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচনে কারচুপী হয়েছে

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়