ঢাকা : বলিভিয়ায় বার্ষিক উৎসব চলাকালে সড়ক দুর্ঘটনা ও সহিংসতায় ৭৫ জন নিহত
হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছে সরকার। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা
এএফপির এক খবরে বলা হয়, দেশটিতে গত শুক্রবার শুরু হয় চার দিনব্যাপী বার্ষিক
উৎসব। শেষ হয় গত মঙ্গলবার। এ উৎসব উপলক্ষে বলিভিয়ার প্রধান সড়কজুড়ে
বিচিত্র বেশভূষায় হাজারো জনতার সমাগম হয়।
পুলিশের বরাত দিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো বলেন, এই কার্নিভালে ৭০ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৭ জনই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বলিভিয়ার অরুরো শহরে উৎসব পালন করার সময় লোহার সেতু ভেঙে পাঁচজন নিহত হয়।
এদিকে দেশটির অরুরো শহরে উৎসব পালন করার সময় হাজারো মানুষের চাপে একটি লোহার সেতু ভেঙে পাঁচজন নিহত হয়। এতে বহু আহত হয়েছে। কার্লোস রোমেরো জানান, উৎসব উপলক্ষে শুধু অরুরো শহরেই তিন লাখ ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল। আর গোটা উৎসবে ৩০ হাজারেরও বেশি নৃত্যশিল্পী ও ছয় হাজার সংগীতশিল্পী পুরো শহরে আলাদাভাবে উৎসব উদযাপনে অংশ নিয়েছেন।
পুলিশের বরাত দিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্লোস রোমেরো বলেন, এই কার্নিভালে ৭০ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩৭ জনই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। বলিভিয়ার অরুরো শহরে উৎসব পালন করার সময় লোহার সেতু ভেঙে পাঁচজন নিহত হয়।
এদিকে দেশটির অরুরো শহরে উৎসব পালন করার সময় হাজারো মানুষের চাপে একটি লোহার সেতু ভেঙে পাঁচজন নিহত হয়। এতে বহু আহত হয়েছে। কার্লোস রোমেরো জানান, উৎসব উপলক্ষে শুধু অরুরো শহরেই তিন লাখ ৫০ হাজার মানুষের সমাগম হয়েছিল। আর গোটা উৎসবে ৩০ হাজারেরও বেশি নৃত্যশিল্পী ও ছয় হাজার সংগীতশিল্পী পুরো শহরে আলাদাভাবে উৎসব উদযাপনে অংশ নিয়েছেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়