ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলের একটি
ক্যাফেতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছে। বুধবার রাতে
ক্যাফের টেলিভিশন ঘিরে যখন সাধারণ মানুষ ফুটবল খেলা দেখছিল তখনই আত্মঘাতী
বোমা হামলাটি করা হয় বলে জানিয়েছে ইরাকি পুলিশ কর্তৃপক্ষ।
দুই পুলিশ কর্মকর্তা জানায়, ‘আত্মঘাতী বোমাহামলাকারী ক্যাফের ভিড়ের মধ্যে
মিশে গিয়ে বোমাটি ফাটায়। বোমাটি হামলাকারীর কোমারে বাধা ছিল।’
২০০৭ সাল থেকেই মূলত ইরাকে সহিংস বোমা হামলার শুরু। শিয়া নেতৃত্বাধীন
সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিভিন্ন সশস্ত্র সংগঠন এই বোমা হামলা
চালায়। গত বছরের এপ্রিল মাসে সুন্নীদের একটি প্রতিবাদ সমাবেশে দেশটির
নিরাপত্তা বাহিনী অতর্কিতে হামলা চালায়। ওই হামলায় কমপক্ষে ৪৫ জন সুন্নী
মুসলিম প্রাণ হারায়। যার প্রতিশোধ নিতেই বিভিন্ন সময় ইরাকের বিভিন্ন স্থানে
আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
এখন পর্যন্ত এই বোমা হামলার দায় দায়িত্ব কোনো পক্ষই স্বীকার করেনি। কিন্তু
বোমা হামলার ধরণ থেকে বলা হচ্ছে এই হামলার পেছনে আল কায়েদা জড়িত।
জাতিসংঘের এক প্রতিবেদন মতে, গত বছর ইরাকে শুধু বোমা হামলায় আট হাজার অটশ ৬৮ জন মানুষ মারা গিয়েছে।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়