ঢাকা: নিউজিল্যাণ্ডের অকল্যাণ্ডে সাত বছর বয়সী এক জাপানি
শিশুকে একটি টেরিয়ার প্রজাতির কুকুর একশ বারেরও অধিক কামড়েছে। বর্তমানে
শিশুটি অকল্যাণ্ড মিডলমোর হাসপাতালে চিকিৎনাধীন রয়েছে।
অকল্যাণ্ড মিডলমোর হাসপাতালের পাস্টিক সার্জন জাক মাওভেনি সাংবাদিকদের
জানান, সাকুরাকো উহেরা নামের ওই শিশুটি যতদিন না একজন পূর্ণবয়স্ক নারী
হচ্ছে ততদিন পর্যন্ত দফায় দফায় তার শরীরে সার্জারি করতে হবে। শিশুটির
অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
পুলিশ সূত্র মতে, সোমবার স্টাফোর্ডশায়ারের কাছে ওই জাপানি শিশুটি যখন তার
পরিবারের সঙ্গে ঘুরতে আসে তখন টেরিয়ার প্রজাতির একটি কুকুরের আক্রমনের
শিকার হয় শিশুটি।
কুকুরের আক্রমনের শিকার হওয়া শিশুটির পরিবারকে নিউজিল্যাণ্ডের বেশকিছু পরিবার প্রায় ৮৫ হাজার ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়