ঢাকা: দশম জাতীয় সংসদ প্রতিহত করতে না পেরে বিএনপি এখন দল
গোছাতে ব্যস্ত। তারই অংশ হিসেবে ইতোমধ্যে দলের বিভিন্ন পর্যায় থেকে বেশ
কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি অনেককে কারণ দর্শাও নোটিশও
দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতা রোববার আরো ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।
দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য লিয়াকত আলী, মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান (লাল হাজী), সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, ময়মনসিংহ উত্তর জেলাধীন ফুলপুর উপজেলা মহিলা দলের নেত্রী আখিনুর রহমান (রিনা), ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম তোফাজ্জল হক, ফুলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তোজাম্মেল হক রুবেল, গৌরিপুর পৌর বিএনপির সভাপতি সার্জেন্ট হাজী মকবুল হোসেন, বান্দরবান জেলাধীন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও বান্দরবান জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মিটন, মুন্সীগঞ্জ জেলাধীন গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মিসেস মাম্যা চিংকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে।
বাংলামেইল২৪ডটকম/
দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য লিয়াকত আলী, মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান (লাল হাজী), সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, ময়মনসিংহ উত্তর জেলাধীন ফুলপুর উপজেলা মহিলা দলের নেত্রী আখিনুর রহমান (রিনা), ফুলপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মহিবুল হক টুটুল, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম তোফাজ্জল হক, ফুলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তোজাম্মেল হক রুবেল, গৌরিপুর পৌর বিএনপির সভাপতি সার্জেন্ট হাজী মকবুল হোসেন, বান্দরবান জেলাধীন জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও বান্দরবান জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মিটন, মুন্সীগঞ্জ জেলাধীন গজারিয়া উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান দেওয়ানকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক মিসেস মাম্যা চিংকে কারণ দর্শাও নোটিশ দেয়া হয়েছে।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়