Sunday, March 2

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনাল অনুষ্ঠিত

ঢাকা: বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ প্রতিযোগিতা। রোববার চূড়ান্ত খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্কুল থেকে আসা হাজার হাজার খুদে দর্শকদের জয়োধ্বনিতে মুখরিত হয়ে উঠে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বঙ্গবন্ধু গোল্ড কাপ জিতেছে নীলফামমারীর বেড়াডাঙ্গা সোটাপীর যাদুরহাট প্রাথমিক বিদ্যালয়। একই দিনে বঙ্গমাতা গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহের ধোবাউরার কলসিঁন্দুর স্কুল।

 নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতায় শেষ হয়  কড়ারপুর প্রাথমিক বিদ্যালয় ও নীলফামারীর বেড়াডাঙ্গা সোটাপীর যাদুরহাট প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলা। যাদুর হাট স্কুলের  পক্ষে গোল করেন আশিক ও কড়ারপুরের পক্ষে গোল করেন সুমন।  টাই ব্রেকারে ৪-২ গোলে জয় পায় বেড়াডাঙ্গা সোটাপীর যাদুরহাট প্রাথমিক বিদ্যালয়। জয়ী দলের অধিনায়ক নাজমুলের কাছে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার নেয়ার পর সে উচ্ছসিত কণ্ঠে বলে, এটা আমি কখনও কল্পনা করিনি।
 বঙ্গমাতা গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহের ধোবাউরার কলসিঁন্দুর স্কুল।  রাঙ্গামাটির কাউখালী মগাছড়ি স্কুলের বিরুদ্ধে তারা ৪-১ গোলে জিতেছে। কলসিঁন্দুর স্কুলের পক্ষে গোল করেন তাসলিমা, ফাতেমা, মদিনা, সানজিদা। মগাছড়ি স্কুলের পক্ষে একটি গোল করেন সুইথুই মারমা।
কলসিন্দুর স্কুলের কোচ মিনতী রানী শীল বলেন, শূন্য থেকে শুরু করে এতাটা পথ এসছে আমার মেয়েরা। তাদের খেলার কোন উপকরণও ছিলো না। বহু কস্টে এই দল আজ চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলকে ১ লাখ টাকা ও রানার্সআপ দলকে ৭৫ হাজার টাকার পুরস্কার তুলে দেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, এদের মধ্যে থেকেই এক দিন ভবিষ্যতের খেলোয়াড় উঠে আসবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা শিশুর মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে।

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়