ঢাকা: আফগানিস্তানের রাজধানী কাবুলে অভিজাত হোটেল
সেরেনায় তালেবানদের হামলায় ২ বাংলাদেশি ও শিশুসহ মোট ৯ জন নিহত হয়েছে। তবে
নিহত ওই দুই বাংলাদেশির পরিচয় জানা যায়নি।
শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের মধ্যে আরো কয়েকজন বিদেশি নাগরিক রয়েছে।
জানা যায়, শুক্রবার রাতে কাবুলে বিদেশি নাগরিকদের থাকার জন্য বিখ্যাত
হোটেল সেরেনায় চার তরুণ লুকিয়ে পিস্তল নিয়ে প্রবেশ করে। এসময় হোটেলে রাতের
খাবার খাচ্ছিলেন অনেকে। তারা খাবারের রুমে ঢুকেই সবাইকে লক্ষ্য করে
এলোপাথারি গুলি ছুঁড়তে থাকে।
নিহতদের পরিচয় নিয়ে যদিও এখনো ধুম্রজাল সৃষ্টি করেছে আফগান সরকার। দেশটির
স্বারষ্ট্র মন্ত্রণালয় বলছে, হিতদের মধ্যে নিউজিল্যান্ড, প্যারাগুয়ে এবং
কানাডার নাগরিক রয়েছে। কিন্তু দেশটির মার্কিন দূতাবাস বলছে, এরমধ্যে দুই
বাংলাদেশি নাগরিকও আছে। এছাড়া নিহতদের মধ্যে আফগানিস্তানের খ্যাতিমান
সাংবাদিক সর্দার আহমাদ ও তার স্ত্রী, দুই কন্যা রয়েছে।
হোটেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আফগান বাহিনী এরইমধ্যে চার হামলাকারীকে
হত্যা করেছে বলেও জানা গেছে। তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়