Saturday, March 8

কানাইঘাটে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে নগদ অর্থ, শিক্ষা উপকরণ ও খেলাধূলা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
সরকারী সহায়তায় দেশের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর নারী পুরুষ ও শিক্ষার্থীদের মধ্যে নগদ আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ ও খেলাধূলা সামগ্রী বিতরণ করা হয়েছে । এ উপলক্ষ্যে আজ শনিবার দুপুর ১২টায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির রাতাছড়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সূধী সমাবেশের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সুবিধাভোগীদের মধ্যে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। ডনা-রাতাছড়া সমাজকল্যান সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় ইউপি সদস্য সামছুল ইসলাম। দনা লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নিজাম উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল হাই, রাতাছড়া নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাসিত, কানাইঘাট প্রেস কাবের দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন , সাংবাদিক আব্দুর নুর, রাতাছড়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোতালিব সরকার। স্বাগত বক্তব্য রাখেন রাতাছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, বাহার উদ্দিন, যুব নেতা শাহাজান আহমদ প্রমূখ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআনে পাক থেকে তিলায়ত করেন শিক্ষার্থী কাবেদ আহমদ, গীতা পাঠ করেন শিকিা দিপ্তি রানী বিশ্বাস, বাইবেল থেকে পাঠ করেন রেশমী খাসিয়া। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া বলেন, সরকার দেশের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবনমানের পরিবর্তন এবং তাদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষা অর্জনে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এলাকার বিপুল সংখ্যক শিক্ষার্থী আদিবাসী সম্পদায়ের নারী পুরুষও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আর্থিক সহায়তার অর্থ ও শিক্ষা উপকরণ তুলেদেন নির্বাহী কর্মকর্তা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়