Saturday, March 22

নিরাপত্তার চাদরে ঢাকা কানাইঘাট


নিজস্ব প্রতিবেদক:

 চতুর্থ দফা ঘোষিত তফসিল অনুযায়ী কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচন আগামীকাল । সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে  সেনাবাহিনী, র‌্যাব,পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা সার্বণিক মাঠে কাজ করবে।
 গত বৃহস্পতিবার থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নেমেছে সেনাবাহিনী। একই সাথে তৎপর রয়েছে র‌্যাব,বিজিবি,পুলিশ ও আনসার সদস্যরা। এতে ভোটারদের ভেতর থেকে অনেকটা শংকা কাটছে। গত বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা মিলনায়তনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীদের নিয়ে এক সভায় জেলা প্রশাসক শহিদুল ইসলাম নিরাপত্তার বিষয়ে সবাইকে আশ্বস্থ করে বলেন, নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে। ভোট গ্রহণকালে সকাল ৮টা থেকে বিকেল ৮টা পর্যন্ত ৪জন নির্বাহী ম্যাজিস্টেট ছাড়াও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট টিম নির্বাচনী এলাকায় কাজ করবে। মেজর আরিফ এর নেতৃত্বে ২ প্লাটুন সেনা সদস্য, সুবেদার শাহজানের নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সার্বণিক মাঠে থাকবে। উল্লেখ্য যে, উপজেলার মোট ৬৭কেন্দ্রের মধ্যে ৪৫ টি কেন্দ্র ঝুকিঁপূর্ণ বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এ দিকে ১৯ দলীয় সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আশিক উদ্দিন চৌধুরী ও জাপা সমর্থিত  শাহাব উদ্দিন স্থানীয় সাংবাদিকদের জানান এ পর্যন্ত প্রশাসনের ভূমিকায় তারা সন্তুষ্ট। জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রশাসন সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে বলে তারা আশাবাদী।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়