Friday, March 7

‘স্নোডেনের চুরি পুষিয়ে নিতে দু বছর লাগবে’

ঢাকা: এডওয়ার্ড স্নোডেন মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস করে দেশের নিরাপত্তা বিভাগের যে ক্ষতি করেছেন তা পুষিয়ে নিতে যুক্তরাষ্ট্রের দু বছর সময় এবং কায়েক শ কোটি ডলার ব্যয় করতে হবে। বৃহস্পতিবার উর্ধ্বতন এক মার্কিন সেনা কর্মকর্তা জেনারেল মার্টিন ডেম্পসে এ কথা বলেন।
 
গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কর্মকর্তা স্নোডেন একাধিক গোয়েন্দা তথ্য ফাঁস করে দেন। এরপর গ্রেপ্তারি এড়াতে মস্কো পালিয়ে আসেন।
 
জেনারেল মার্টিন ডেম্পসে বলেন, এনএসএ‘র(ন্যাশনাল সিক্যুরিটি এজেন্সি) সাবেক ঠিকাদার প্রচুর তথ্য চুরি করেছেন। গত বছর থেকে এসব তথ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে।
 
এসব তথ্য চুরির ঘটনায় রাশিয়ায় আশ্রয় নেয়া স্নোডেনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্র।
 
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেম্পসে  বৃহস্পতিবার আর্মড সার্ভিসেস কমিটির এক বৈঠকে বর্ক্তৃতা করার সময় বলেন, স্নোডেন যেসব তথ্য চুরি করেছেন তা তদন্তের জন্য ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তার ভাষায়,‘আমাদের বিশ্বাস  যে পদ্ধতিতে আমরা কাজ করছি, তাতে আমরা এ বিষয়ে মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণ জ্ঞান সংগ্রহ করতে পারবো।’
 
এসব অপহৃত নথিগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা, অপারেশন, কৌশল,  কারিগরি প্রযুক্তি এবং পদ্ধতি সম্পর্কিত বলেও উল্লেখ করেছেন ডেম্পসে।’ পাচারকৃত এসব তথ্যের ওপর তদন্ত শেষ করতে টাস্কফোর্সের পুরো দু বছর সময় লাগবে। তিনি আরো বলেন,‘ স্নোডেন আমাদের নিরাপত্তা শাখার যে ক্ষতি করেছে তা কাটিয়ে ওঠতে কয়েক শ ডলার ব্যয় করতে হবে বলে আমি অনুমান করছি।’.
 
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের ​​জাতীয় নিরাপত্তা সংস্থার  (এনএসএ) সাবেক টেকনিক্যাল ঠিকাদার স্নোডেন গোয়েন্দা তথ্য ফাঁস করার পর গত জুন মাসে দেশ ছেড়ে  হংকং পালিয়ে যান।বর্তমানে তিনি মস্কোতে রয়েছেন। যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে দায়ের করেছে।
 
বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়