Tuesday, March 4

গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত ১

ঢাকা : গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। সোমবার রাতে চালানো এ হামলায় অন্তত এক ফিলিস্তিনি নিহত ও অপর তিনজন আহত হয়েছেন।

গাজার বেইত হানুন শহরে ইসরাইলি পাইলটবিহীন বিমান বা ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে এসব মানুষ হতাহত হন। গাজার হাসপাতাল সূত্র হতাহতের এ সংখ্যা নিশ্চিত করে বলেছে, আহতদের চিকিৎসা চলছে।

এর আগে গত শুক্রবার বেইত হানুন শহরের কাছে একটি কৃষিজমিতে রকেট নিক্ষেপ করেছিল ইসরাইলি ড্রোন। উত্তর গাজার অন্য শহর বেইত লাহিয়ার কাছে ইহুদিবাদী সেনারা একজন শ্রমজীবী ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করার পর ওই ড্রোন হামলা চালানো হয়। এ ছাড়া, গত ২২ জানুয়ারি বেইত হানুনে হামলা চালিয়ে দুই ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলি জঙ্গি বিমান।

গাজা উপত্যকার ওপর ইহুদিবাদীদের চাপিয়ে দেয়া কঠোর অবরোধের কারণে যখন সেখানকার ফিলিস্তিনিরা মানবেতর জীবনযাপন করছে তখন এ ধরনের পাশবিক হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনের জনগণের নির্বাচিত হামাস সরকার গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হাতে নেয়ার পর ২০০৭ সালের জুন মাস থেকে ওই উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে তেলআবিব। ফলে গাজার প্রায় ১৭ লাখ মানুষ পৃথিবীর সবচেয়ে বড় উন্মুক্ত জেলখানায় আবদ্ধ হয়ে পড়ে। এ অবস্থায় কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছে গাজাবাসী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়