Friday, March 7

উপজেলা নির্বাচনে এসে সরকারকে স্বীকৃতি দিয়েছে বিএনপি

হবিগঞ্জ: উপজেলা নির্বাচনে অংশ নিয়ে বিএনপি সরকারকে স্বীকৃতি দিয়েছে বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বললেন, ‘জাতীয় নির্বাচনে না এসে চূড়ান্ত বোকামির বিষয়টি তারা এখন বুঝতে পারছে।’
অর্থমন্ত্রী বলেন, ‘গ্যাস একটি মূলবান সম্পদ। বাসা-বাড়িতে গ্যাসের বেশি অপচয় হয়। এ জন্য বাসা-বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার জন্য সরকার প্রস্তুত নয়। শুধুমাত্র নির্দিষ্ট এলাকায় দেয়া হয়। তবে সেটিও অদূর ভবিষ্যতে অনেক দামি হয়ে যাবে। যেখানে সম্পদ সৃষ্টি হয় সেখানেই গ্যাসের ব্যবহার করা উচিত।’

মন্ত্রী শুক্রবার দুপুরে হবিগঞ্জের অলিপুরে প্রাণ-আরএফএল গ্রুপের অত্যাধুনিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক উদ্বোধনকালে এ কথা বলেন।

দুর্নীতি প্রসঙ্গে এএমএ মুহিত বলেন, ‘গণমাধ্যমের সবাই ওস্তাদ। দুর্নীতিমুক্ত করার জন্য শাস্তিই যথেষ্ট নয়, এ জন্য প্রয়োজন প্রক্রিয়াগত উন্নয়ন। বিগত ৫ বছরে দুর্নীতি অনেক কমে এসেছে।’

তিনি আরো বলেন, ‘বিদেশের বিভিন্ন স্থানে গিয়ে যখন সেখানে বাংলাদেশের প্রাণ পণ্য দেখি তখন আমি আনন্দিত হই। মফস্বল এলাকায় শিল্প বিকাশে প্রাণ আরএফএল গ্রুপ যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়।’

কোম্পানীর প্রধান নির্বাহী মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- কোম্পানীর চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) মাহাতাব উদ্দিন আহমেদ, সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, এমপি মো. আবু জাহির, এমপি মো. মাহবুব আলী ও জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন।

অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফলক উন্মোচন করে বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়