Thursday, March 20

৬ মাছ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঢাকা: জাটকা মাছ বিক্রির অপরাধে রাজধানীর কাওরানবাজর মাছের আড়তে অভিযান চালিয়েছে ৬ মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় ১২০ কেজি জাটকা বাজেয়াপ্ত করেন আদালত।
বৃহষ্পতিবার সকালে এ অভিযানে সার্বিক সহযোগিতা করে র‌্যাব-২।

অভিযুক্তরা হলেন, রাজ বর্মন, মানিক মিয়া, সোহাগ, শহিদ আলম, সুমন শেখ ও আরিফ হোসেন।

মূলত, জাটকা ধরা, বিক্রয়, পরিবহন ও মজুদ করা দণ্ডনীয় অপরাধ হলেও কিছু অসাধু ব্যবসায়ী এ নিষেধ অমান্য করে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধ করতে র‌্যাব-২ একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার র‌্যাব মৎস অধিদপ্তরের কর্মকর্তাদের সহায়তায় রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরানবাজারের ১নং ডিআইটি মার্কেটের বিভিন্ন মাছের আড়তে অভিযান পরিচালনা করে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাতা-ই-জাহান।

আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে জাটকা বিক্রেতা প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়