Wednesday, March 19

মালদ্বীপে দেখা গেছে নিখোঁজ বিমান!

ঢাকা: নিখোঁজ মালয়েশীয় বিমানটি নিয়ে যেন চারদিকে রহস্যময় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এবার গত ৮ মার্চ ভোরে একটি বিমান খুব নিচু দিয়ে উড়ে যেতে দেখা গেছে বলে দাবি করেছে মালদ্বীপের কুদা হুবাধু দ্বীপের কিছু লোক। তারা ধারণা করছে সেটিই সম্ভবত মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট ৩৭০।
মঙ্গলবার মালদ্বীপের একটি অনলাইন সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।
 
ওই খবরে বলা হয়, কুদা হুবাধু দ্বীপের কিছু লোক দাবি করে, ৮ মার্চ ভোর সোয়া ৬টার দিকে ১৫ মাটির খুব কাছাকাছি থেকে বড় আকারের একটি বিমান উড়ে যেতে দেখেছেন তারা। সাদা রঙের বিমানটির গায়ে লাল ডোরাও দেখেছেন তারা। আর তাই ধারণা করা হচ্ছে সেটি মালয়েশিয়ান এয়ারলিইন্সের বিমানটি হতে পারে।  
 
খবরে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এর আগে আমি কখনো আমাদের দ্বীপের ওপর দিয়ে এত নিচু দিয়ে কোনো বিমান উড়ে যেতে দেখিনি। আমরা অনেক সিপ্লেন দেখেছি। কিন্তু আমি নিশ্চিত, এটা সিপ্লেন ছিল না। আমি বিমানটির দরজাও স্পষ্টভাবে দেখেছি।’
 
মঙ্গলবার মালদ্বীপের পুলিশও জানিয়েছে, ওই সংবাদ মাধ্যমে স্থানীয় অধিবাসীরা বড় একটি বিমান উড়ে যেতে দেখেছেন বলে প্রকাশিত প্রতিবেদনটি খতিয়ে দেখা হচ্ছে।
 
বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়