Saturday, March 8

আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে কানাইঘাট থানা পুলিশের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান বলেছেন দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আর এই নারীরা হচ্ছেন আমাদের সকল কর্ম প্রেরণার উৎস। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে আমাদের কাংখিত উন্নয়ন সম্ভব নয়। একটি সুখী, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল দেশ গড়তে হলে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এই অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে নারী শিক্ষার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে নারীরা যখন তাদের অধিকার ও কর্তব্য সম্বন্ধে সচেতন হয়ে উঠবে তখনই সমাজের বিভিন্ন বৈষম্য মূলক আচরণ, নির্যাতন ও নিপীড়নের হাত থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে আন্তর্জাতিক নারী দিবস ও পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে আজ শনিবার সকাল ১১টায় কানাইঘাট থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত “নারীর প্রতি সহিংসতা বন্ধে” এক বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। আলোচনার সভার পূর্বে কানাইঘাট থানা প্রাঙ্গন থেকে বিভিন্ন স্কুল কলেজের নারী শিক্ষার্থী এবং এনজিও সংস্থার মহিলা কর্মীসহ জনপ্রতিনিধি নানা শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন প্রকার প্লেকার্ড বহন করে। বর্ণাঢ্য র‌্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে এসে পুণরায় শেষ হয়। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার মহি উদ্দিন সুহেল, পৌর মেয়র লুৎফুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান অধ্য সিরাজুল ইসলাম, চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, কানাইঘাট প্রেসকাবের সেক্রেটারী এখলাছুর রহমান, সাংবাদিক আব্দুন নুর ও নিজাম উদ্দিন।  +

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়