Wednesday, March 5

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে ৩২ শূন্য পদে নিয়োগ

ঢাকা : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৩২টি শূন্য পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। পদগুলো হলো- সহকারী পরিচালক (এডি), ব্যক্তিগত কর্মকতা (পিও), ক্যাশিয়ার ও স্টোর কিপার। এর মধ্যে এডি পদে ১৮ জন, পিও পদে ১২ জন, একজন ক্যাশিয়ার ও একজন স্টোর কিপার রয়েছেন। দীর্ঘদিন পর হলেও এ সব শূন্য পদে লোকবল নিয়োগের ফলে পুঁজিবাজারে তদারকিমূলক কর্মকাণ্ড আরো গতিশীল হবে বলে মনে করছে বিএসইসি।

জানা গেছে, বিএসইসির বর্তমান জনবল কাঠামো অনুযায়ী পিও পদে ২৯টি ও এডি পদে ৩৫টি পদ রয়েছে। নতুন করে ১২ জনকে নিয়োগের ফলে বর্তমানে পিও পদে ২৬ জন রয়েছেন। তবে কাঠামো অনুযায়ী এখনও তিনটি পদ শূন্য রয়েছে। আর নতুন ১৮ জনকে নিয়োগের ফলে এডি পদের কাঠামো পূরণ হয়েছে। নিয়োগপ্রাপ্ত ৩২ জনের মধ্যে বেশির ভাগই কর্মকর্তা ও কর্মচারী গত মঙ্গলবার কাজে যোগদান করেছেন। তবে নতুন লোকবল নিয়োগের ফলে বিএসইসিতে জায়গার স্বল্পতা দেখা দিয়েছে। নতুন ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত এ সমস্যা থাকবে বলে মনে করছেন কমিশনের বেশির ভাগ কর্মকর্তা ও কর্মচারী।

গত ২৫ ফেব্রুয়ারি বিএসইসির কমিশন সভায় এডি ও পিও পদে লোকবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর আগে গত বছরের ২ অক্টোবর অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী এডি পদে বিজনেস ক্যাটাগরিতে ১২ জন, এমআইএস ক্যাটাগরিতে চারজন ও আইন ক্যাটাগরিতে দুজনকে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

এডি পদে বিজনেস ক্যাটাগরিতে যারা নিয়োগ পেয়েছেন- মোহাম্মদ মনিরুজ্জামান, এস সরফুদ্দিন আহমেদ, মোহাম্মদ আসিফ ইকবাল, এস এম আহসানুল কবির, শাহরিয়ার আলম, মো. রফিকুন্নবী, মোহাম্মদ এমদাদুল হক, মো. শাহনেওয়াজ, মো. সুলতান সালাহ উদ্দিন, মো. আব্দুল্লাহ খান, মো. মোস্তাফিজুর রহমান ও আরিফ হাসান। এমআইএস ক্যাটাগরিতে- মুহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, কাজী মো. আল-ইসলাম, গৌর চাঁদ সরকার ও মো. সহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আর আইন ক্যাটাগরিতে- তৌহিদ হাসান ও মো. রবিউল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। পিও পদে যাঁরা নিয়োগ পেয়েছেন- জুয়েল হোসেন সেখ, মুহাম্মদ মতিউর রহমান, মোহাম্মদ ইসমাইল হোসেন, রুবেল হোসেন, রবিউল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম আলী, মো. আবু ইউসুফ, মো. এরশাদ আলী, মো. আতোয়র রহমান, মো. মাহাবুব রহমান, মনি রানী ও মো. জাহিদুর রহমান। ক্যাশিয়ার পদে আবুল কাশেম ও স্টোর কিপার পদে নাঈম আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়