Friday, March 7

ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ আটক ১

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় একটি এলজি (লাইট মেশিনগান) ও তিন রাউন্ড গুলিসহ ডাকাত দলের সদস্য নুরুন্নবীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় উপজেলার পদুয়া ইউনিয়নের আঁধারমানিক এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে আহত হয়েছেন পুলিশের এসআই জসিম উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, ‘গ্রেপ্তারি পরোয়ানার আসামি নুরুন্নবীকে ধরতে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে নুরুন্নবীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা সম্ভব হলেও ডাকাত দলের বাকি সদস্যরা পালিয়ে যায়। নুরুন্নবীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’

ওসি আরো বলেন, ‘ডাকাতরা পুলিশের ওপর প্রায় প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়ে। এর জবাবে আমরা পিস্তল থেকে ৭ রাউন্ড এবং শটগান থেকে ৫ রাউন্ড গুলি ছুড়েছি। এসময় একটি একটি এলজি ও তিন রাউন্ড গুলিসহ নুরুন্নবীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করতে সক্ষম হয়েছি।’

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়