Tuesday, March 25

পকেট কাটতে সড়ক পথে টোল

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকার কুইক রেন্টালের মতো আবারো জনগণের পকেট কাটতে চায়। সেজন্যই সরকার সড়ক পথে টোল আদায়ের সিদ্ধান্ত নিয়েছে।’
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সড়ক ও জনপথ বিভাগের অধীনে সারা দেশের জাতীয়, আঞ্চলিক, জেলা ও গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক ব্যবহারের জন্য টোল আদায়ের নিয়ম করেছে সরকার।

এর প্রেক্ষিতে রিজভী বলেন, ‘সড়ক পথে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, ডাকাতি ও দুর্ঘটনা বন্ধে ব্যবস্থা না নিয়ে সরকারি দলের লোকজনের পকেটভারী করার জন্যই সড়ক পথে টোল আদায়ের সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই ‘টোল নীতিমালা-২০১৪’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

যদিও মন্ত্রিসভায় অনুমোদনের একদিন পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘টোল নীতিমালার মাধ্যমে নতুন করে কোনো জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়কে টোল আরোপ করা হচ্ছে না।’

সড়কে টোল আদায়ে সরকারের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে রিজভী বলেন, ‘এটা জনগণের ওপর আরেকটি জুলুম ও অত্যাচার করা হবে। এর আগে তারা বিদ্যুৎ, গ্যাস , জাতীয় অর্থনীতিকে লোপাট করেছে। কুইক রেন্টালের মাধ্যমে জনগণের পকেট কেটেছে। এখন আবার তারা জনগণের পকেট কেটে লোপাট করার জন্য এই ব্যবস্থা নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘সড়কে দুর্ঘটনায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। রাতে মহাসড়কে ডাকাতি হচ্ছে। জনগণের চলাচলের নিরাপত্তা দিয়ে এ সিদ্ধান্ত নিলে ভিন্ন কথা ছিল। এছাড়া এটাতো ইউরোপের কোনো দেশ নয় যেখানে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। জনগণের পকেট কেটে সরকারি দলের লোকদের পকেট ভারি করতে এটা করা হচ্ছে।’  

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়