Sunday, March 23

গত তিন দফার চেয়ে সুষ্ঠু হয়েছে

ঢাকা: বিএনপি এখন চ্যাটারবক্সের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এর অর্থ তারা সার্বক্ষণিক মিথ্যাচার করছে। কারণ বিগত তিন ধাপের নির্বাচনের চেয়ে চতুর্থ ধাপে সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।
রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এমন দাবিই করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কো-চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে উপজেলা নির্বাচন পরবর্তীএ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে এইচটি ইমাম বলেন, ‘সেনাবাহিনীকে কোনো বিচারিক ক্ষমতা দেয়া হয়নি। সেনাবাহিনীর ক্ষমতা দেয়া হয়েছে, তাদের টিমের সাথে একজন ম্যাজিস্ট্রেট থাকবে। তারাই এ বিচার করবে। তবে যে টিমের সাথে ম্যাজিস্ট্রেট থাকবে না সেখানে সর্ব্বোচ্চ আটক করতে পরবে। পরে যতদ্রুত সম্ভব স্থানীয় থানায় হস্তান্তর করবে। তারা কোন বিচার করতে পারবে না। বিচার করবে আদালত।’

তিনি বলেন, ‘আমি গর্বের সাথে বলতে পারি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার তার কাজ সঠিক এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন। যে কারণে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন ঘটনাবহুল কিছু ঘটেনি।’

গতবারের চেয়ে সামগ্রিকভাবে ভোট অনেক সুষ্ঠু হয়েছে দাবি করে এইচটি ইমাম বলেন, ‘৯১টি উপজেলার মধ্যে কোনো উপজেলাতে পুরোপুরি স্থগিত করা হয়নি। মাত্র ১৮টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তৃতীয় ধাপের নির্বাচনে ৩ জন মারা গেছিল। কিন্তু এবারের নির্বাচনের কেউ মারা যায়নি।’

তিনি আরো বলেন, ‘অন্যবারের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। কিছু কিছু অঞ্চলে দুর্বৃত্তদের প্রভাব বেশি থাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।’

উল্লেখ্য, রোববার কেন্দ্র দখল, প্রভাব বিস্তারের চেষ্টা ও নানা অনিয়ম ঘিরে সৃষ্ট সহিংসতার মধ্য দিয়ে চতুর্থ ধাপে ৯১টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হলো। ভোটকেন্দ্রে সহিংসতায় নিহত হয়েছে চার জন। যদিও এইচটি ইমাম কোনো হতাহতের কথা অস্বীকার করেছেন। আর ৩২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়