নিজস্ব প্রতিবেদক:
নির্বাচনের রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী রিটার্নিং অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া ৬৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৬টি কেন্দ্রের বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন। এতে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত আশিক উদ্দিন চৌধুরী মোটর সাইকেল প্রতীক নিয়ে ২৭ হাজার ৫শ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিজাম উদ্দিন আল-মিজান ঘোড়া প্রতীক নিয়ে ২১ হাজার ২শ ৭৪ ভোট পান। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জমিয়ত নেতা মাওঃ আলীম উদ্দিন চশমা প্রতীক নিয়ে ২৩ হাজার ৭শ ৬২ পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত জাহাঙ্গীর আলম রানা ২২ হাজার ৫শ ৩৩ ভোট পেয়েছেন। পৌরসভার শিবনগর দারুল ক্বোরআন মাদ্রাসা কেন্দ্রের একটি বুথ থেকে নির্বাচন সম্পন্ন হওয়ার ৫ মিনিট পর ব্যালট পেপার ভর্তিসহ একটি ব্যালট বাক্স দুর্বৃত্তরা ছিনিয়ে নেওয়ায় উক্ত কেন্দ্রের ফলাফল বন্ধ ঘোষণা করে সহকারী রিটার্নিং অফিসার তারেক মোহাম্মদ জাকারিয়া। উক্ত কেন্দ্রের ভোট সংখ্যা ৩ হাজার ৩শ টি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত মোছাঃ মরিয়ম বেগম পদ্মফুল প্রতীক নিয়ে ২৬ হাজার ২শ ৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুবি রাণী চন্দ কলস প্রতীক নিয়ে ১৪ হাজার ৭শ ২৮ ভোট। রাতে ভাইস চেয়ারম্যানের ফলাফলকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মাইক মার্কা ও চশমা মার্কার সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়