Wednesday, March 26

সমাজতান্ত্রিক দেশ গড়তে বাসদের শপথ

ঢাকা: লাখো শহীদের অপূরিত স্বপ্ন শোষণমুক্ত বৈষম্যমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করার শপথ নিয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির সদস্য শুভ্রাংশু চক্রবর্ত্তী, ওবায়দুল্লাহ মুসা, মনজুরা হক, ফখ্‌রুদ্দিন কবির আতিক, জহিরুল ইসলাম, বেলাল চৌধুরী, কল্যাণ দত্ত প্রমুখের নেতৃত্বে বুধবার সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর একে একে কমরেড জহিরুল ইসলাম, কল্যাণ দত্ত, আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন; সীমা দত্ত, মর্জিনা খাতুন, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, তাছলিমা আক্তার বিউটি প্রমুখের নেতৃত্বে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র; কল্যাণ দত্ত, স্নেহাদ্রি চক্রবর্ত্তী রিন্টু, মলয় সরকার, শরীফুল চৌধুরী প্রমুখের নেতৃত্বে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং নাঈমা খালেদ মনিকা, ইভা মজুমদার, সবিতা সরকার মনি, প্রগতি বর্মন প্রমুখের নেতৃত্বে শিশু কিশোর মেলার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়