Monday, March 3

হলফনামা রাজনীতিবিদদের চরিত্র হনননামা

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচন কমিশন প্রদানকৃত হলফনামার সমালোচনা করেছেন।
হলফনামার সমালোচনা করে তিনি বলেন, ‘অত্যন্ত দূর্ভাগ্য হলফনামা রাজনীতিবিদদের চরিত্র হনননামা। আমি নির্বাচন করবো বিধায় হলফনামার আইন আর যে করবে না তার জন্য আরেক আইন। এক দেশে তো দুই আইন চলতে পারে না।’

সোমবার বিকেলে রাজধানীর মিরপুর গোলারটেক খেলার মাঠে শাহ আলী, মিরপুর, দারুস সালাম থানা ও ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ৯৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

হলফনামার সেই আইন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন,‘ আমি রাজনীতি করি বিধায় আমার ঘর-বাড়ি-সংসার থাকতে পারবে না, আমি কী গাছ তলায় বাস করবো?’

এসময় সৈয়দ আশরাফ তথাকথিত সুশীল সমাজের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলা নির্বাচনের পদ্ধতি বদলের বিষয়ে ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘আমাদের দেশে দুই ধরনের ব্যবস্থা তো থাকতে পারে না। সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদ, স্থানীয় সরকার ব্যবস্থা, সিটি কর্পোরেশন, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে একই ধরণের রাষ্ট্রীয়ব্যবস্থা করার লক্ষ্যে সংশ্লিষ্ট আইনসমূহ খতিয়ে দেখা হচ্ছে। ভারতে জাতীয় সরকার, বিধানসভা, পঞ্চায়েত সরকার সবই কিন্তু সংসদীয় পদ্ধতিতে পরিচালিত হয়।’

সম্মেলনে মিরপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আগা খান মিন্টুর সভাপতিত্বে সভা সঞ্চালন করেন সাধারণ সম্পাদক এস এম হানিফ।

সভায় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, শ্রম বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, আসলামুল হক এমপি প্রমুখ।

বাংলামেইল২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়