Friday, March 21

প্রধানমন্ত্রী কখনোই অসত্য বলেন না

ঢাকা: প্রধানমন্ত্রী কখনোই অসত্য বলেন না তবে সত্যকে একটু ঢেলে সাজান বলে মন্তব্য করেছেন বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
 
উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অস্ত্রধারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান প্রসঙ্গে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন রিজভী।
 
শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বলেন, ‘চলমান উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অস্ত্রধারীদের বিরুদ্ধে অিভিযান চলছে বলে গত বুধবার প্রধানমন্ত্রী সংসদে বলেন। প্রধানমন্ত্রী অভিযান চালাচ্ছেন বটে তবে অস্ত্রধারীদের বিরুদ্ধে নয় গৃহস্থদের বাড়িতে বাড়িতে। তিনি মোটেই অসত্য বলেন না কিন্তু সত্যকে একটু ঢেলে সাজান। যা বলেন তা-ই হয় তবে উল্টোভাবে। যদি বলেন পানি তবে তা হবে আগুন।’
 
চতুর্থ দফার উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা বহুদিন ধরে বলে আসছি আগামী ২৩ মার্চ ৪র্থ দফা উপজেলা নির্বাচন পরিষদ নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। তার কিছু আলামতও ইতিমধ্যে প্রতীয়মান হয়ে উঠছে। দেশব্যাপী নির্বাচনী এলাকা বিএনপির নেতাকর্মীদের ব্যাপকভাবে ধরপাকড় শুরু করা হয়েছে।’
 
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে প্রশাসন এবং সশস্ত্র ক্যাডাররা ততো হিংস্র হয়ে উঠছে মন্তব্য করে রিজভী আহমেদ বলেন, ‘নতুন নতুন মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের এলাকা ছাড়া করা, র‌্যাব-পুলিশ ও আওয়ামী ক্যাডার ও সন্ত্রাসীদের দিয়ে সাধারণ মানুষদের ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে। বাড়িতে বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে।’
 
নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, ‘সারা দেশ থেকে প্রেরিত অভিযোগ নির্বাচন কমিশনে স্তূপিকৃত হলেও কমিশনের কর্মকর্তাবৃন্দ হাসিঠাট্টা করছেন। কর্মকর্তারা বলছেন, নির্বাচন হলে কিছুটা সহিংসতা হবেই। নির্বাচন নিয়ে ভোটারদের নিরাপত্তা নিয়ে কমিশনের এহেন মস্করা গোটা জাতিকে বিস্মিত করেছে।’
 
বিএনপি নির্বাচন কমিশনের সংগঠিত সব অনাচারের দাঁতভাঙা জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
 
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়