Monday, March 3

ব্যাংকক থেকে সরে গেছে থাই বিক্ষোভকারীরা

ঢাকা : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গুরুত্বপূর্ণ স্থানগুলো থেকে সরে গেছে দেশটির সরকার-বিরোধী বিক্ষোভকারীরা।

শহরের তুলনামূলক নিরিবিল এলাকা লুমপিনি পার্কের কাছে অবস্থান নিয়েছে তারা। গতকাল (রোববার) সকালেই বিক্ষোভকারীরা তাদের জিনিসপত্র নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা ছেড়ে চলে যায়।

বিক্ষোভকারীদের নেতা সুথেফ থগসুবান জানিয়েছেন, তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচির জন্য খুচরা ব্যবসায়ীররা ক্ষতির মুখে পড়েছেন। সে কারণে তারা রাজধানী এসব গুরুত্বপূর্ণ স্থান থেকে অবস্থান কর্মসূচি সরিয়ে নিচ্ছেন।

থগসুবান আশা করেন, রাজধানীর ব্যবসায়িক কেন্দ্র থেকে সমাবেশ সরিয়ে নেয়ার কারণে লোকজন আরো বেশি উৎসাহিত হবে এবং তারা সরকার-বিরোধী বিক্ষোভে যোগ দেবে। এছাড়া, প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার প্রশাসন তাদের সঙ্গে সমস্যা সমাধানের বিষয়ে আলোচনায় বসবে বলেও তিনি আশা করেন। তিনি বলেন, “আমি নিশ্চিত যে, আলোচনার প্রস্তাব দিয়ে সরকার শিগগিরি তার প্রতিনিধিদল পাঠাবে।”

সুথেপ থগসুবান যখন এ কথা বললেন তখন দেশটিতে কিছু কিছু এলাকায় পুনঃনির্বাচন অনুষ্ঠিত হলো। সে ক্ষেত্রে ধারণা করা হচ্ছে- থগসুবানেরে কথা সরকারের কাছে খুব একটা গুরুত্ব পাবে না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়