Friday, March 7

ইরাকে বিছিন্ন হামলায় নিহত ৪২

ঢাকা: ইরাকের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও সংঘর্ষে বৃহস্পতিবার কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক। তবে তাৎক্ষণিকভাবে কেউ এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বৃহস্পতিবার বিকেলে ইরাকের রাজধানী বাগদাদের বিভিন্ন স্থানে গাড়িবোমা হামলা শুরু হয়। এসব হামলায় ১৬ জন নিহত এবং আরো ৫২ জন আহত হয়। বাগদাদ থেকে ৬০ মাইল দূরের হিল্লা শহরে দুটি গাড়িবোমা হামলায় নয় বেসামরিক ব্যক্তি নিহত এবং আরো ২৮ জন আহত হয়। বাগদাদের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ এসব হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার আনবার প্রদেশের ফজুল্লা শহরে ইরাকের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে।
২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার পর থেকে দেশটিতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। মার্কিন সেনাদের হাতে ইরাকের স্বৈরাচরী শাসক সাদ্দাম হোসেনের পতনের পরও সেখানে শান্তি ফিরে আসেনি।২০০৮ সাল থেকে দেশটির শিয়া অধ্যুষিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে সুন্নী সম্প্রদায়। এসব সংঘাত এবং সন্ত্রাসী হামলায় প্রতিদিনই সেখানে হতাহতের ঘটনা ঘটছে।
তবে ২০১৩ সালকে দেশের সবচেয়ে রক্তক্ষয়ী বছর হিসেবে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের দেয়া পরিসংখ্যান অনুযায়ী বিভিন্ন সহিংসতায় গত বছর দেশটিতে ৮৮৬৮ জন মারা গছে। চলতি বছরের গত দু মাসে ১৪শয়ের বেশি ইরাকি প্রাণ হারিয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। তবে এ পরিসংখ্যানে ফল্লুজা ও রামাদিতে নিহতদের সংখ্যা ধরা হয়নি।
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়