Monday, March 3

ইউক্রেন নৌবাহিনী প্রধানের পক্ষত্যাগ, পদ থেকে অপসারণ

কিয়েভ : ক্রাইমিয়ার রুশপন্থী সরকারের প্রতি আনুগত্য প্রকাশের পর ইউক্রেনের সদ্য নিয়োগপ্রাপ্ত নৌবাহিনী প্রধান ডেনিস বেরেজভস্কিকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তার বিরুদ্ধে ইতোমধ্যেই একটি তদন্ত শুরু করেছে সরকার। এই ঘটনা এমন এক সময় ঘটলো যখন দেশটির অন্তর্বর্তী সরকার অভিযোগ করছে রাশিয়া ক্রাইমিয়াতে সামরিক শক্তি বৃদ্ধি করছে। এর আগে ইউক্রেনের সরকার অভিযোগ করে যে রাশিয়া দেশটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তবে মস্কো বলছে ইউক্রেনে বসবাসরত রুশ নাগরিকদেরকে রক্ষার জন্যই তারা এসব করছে। রাশিয়ার একজন প্রবীণ মন্ত্রী ভাইস্লাভ নিকোনভ বিবিসিকে বলেছেন, রাশিয়া ইউক্রেনে, বিশেষ করে সেভাস্টপলে নিজের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে যুদ্ধের প্রস্তুতি নেবে। নিকোনভ বলেন, ইউক্রেনকে নেটোতে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মানে হলো দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি করা হবে। যেকোনো মূল্যে রাশিয়া এই চেষ্টা প্রতিহত করবে। নিয়োগ দেয়ার কয়েক ঘণ্টা পরই ক্রাইমিয়ার রাশিয়াপন্থী সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন ইউক্রেনের নৌবাহিনী প্রধান ডেনিস বেরেজভস্কি। এদিকে ইউক্রেনের অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানানোর জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মঙ্গলবার কিয়েভ সফরে যাওয়ার কথা রয়েছে। জন কেরি ক্রাইমিয়াতে রাশিয়ার সামরিক সমাবেশ ঘটানোকে একটি অবিশ্বাস্য আগ্রাসী আচরণ বলে বর্ণনা করেন।
এর আগে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা টেলিফোনে ব্রিটেন এবং জার্মানির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। পরে জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেলও টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সেঙ্গ আলাপ করেন। বার্লিন জানিয়েছে, একটি আলোচনা শুরু করার ব্যপারে উভয় দেশ সম্মত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়