Monday, March 3

নিয়ন্ত্রণ হারিয়ে বাস বিদ্যুতের খুঁটিতে, আহত ২০

মুন্সীগঞ্জ: নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ২০ যাত্রী আহত হয়েছেন। এ সময় বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে মহাসড়কে ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।  আহত যাত্রীদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির এসআই দেলোয়ার হোসেন জানান, দুপুর ২টার দিকে ঢাকাগামী ঢাকা-হোমনা পরিবহণের একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসের ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে বিকেল ৩ টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়