Thursday, March 6

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকরীদের কঠোর হাতে দমন করা হবে: মায়া

ঢাকা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র কঠোর হাতে দমন করা হবে।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মহানগর আওয়ামী লীগের সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা অস্ত্রের ভাষায় কথা বলবে, তারা জঙ্গি নিয়ে এ দেশকে আবার জঙ্গি রাষ্ট্র করতে চায়। তার বিরুদ্ধে সজাগ থাকা দরকার। কান খাড়া রাখবেন, সজাগ থেকে আমরা তারপর মোকাবেলা করবো।’

এ সময় যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, অতীতে খালেদা জিয়ার কোনো আন্দোলন সফল হয়নি। তাই একের পর এক আন্দোলনের হুমকি এখন জনগণ বিশ্বাস করে না।

মন্ত্রী বলেন, ‘আন্দোলন করতে পারেনি। তারা (বিএনপি) উপজেলা নির্বাচনের পর নতুন করে আন্দোলন করবে। এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করেনা। আন্দোলনের মরাগাঙ্গে বিএনপির নতুন জোয়াড় সৃষ্টি হবার আশা দূরাশার-ই’র নামান্তর।’

তিনি বলেন, ‘যে জঙ্গিবাদ লালন করেন সেই জঙ্গিবাদ আর সেই চেতনা ধারণ করে ১৯ দলীয় জোট। সেই জন্য চেতনার দিক দিয়ে তারা (বিএনপি) হচ্ছে ২০ দলীয় জোট, ১৯ দলীয় জোট নয়।’

এ সময় ৭ মার্চের কর্মসূচি থেকে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করে বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়