Saturday, March 29

প্রেমে সহযোগিতা না করায় ছাত্রকে পেটাল ছাত্রলীগ

রাবি: প্রেমে সহযোগিতা না করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়ার নেতৃত্বে একদল বহিরাগত বেধড়ক পিটিয়ে আহত করেছে এক শিক্ষার্থীকে। এ সময় তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে তারা।
শনিবার দুপুর ১টা দিকে শাহ মখদুম হলে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম শরিফুল ইসলাম বাবু। তিনি রাবি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এমবিএর শিক্ষার্থী।

এদিকে, বাবুকে নির্যাতনের ঘটনায় বিকেলে রাবি প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার মাদার বখ্শ হলে শিবির সন্দেহে আব্দুল হান্নান নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে বাম পা ভেঙে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

শাহ মখদুর হলের কয়েকজন শিক্ষার্থী জানায়, আহত বাবু শাহ মখদুম হলের ২০৩ নম্বর কক্ষে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া ১০-১২ জন বহিরাগতকর্মীকে নিয়ে বাবুর কক্ষে যান। এ সময় বাবুর বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ এনে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এক পর্যায়ে বাবু নিজেকে নির্দোষ দাবি করলে কিবরিয়া তার মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেন। পরে হল প্রাধ্যক্ষ গিয়ে ওই শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতাদের কবল থেকে মুক্ত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাবুর এক বন্ধু জানান, কিবরিয়া বাবুর বিভাগের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চায় ছাত্রলীগ নেতা কিবরিয়া। বাবু তাকে এ ব্যাপারে সহায়তা না করায় মারপিটের শিকার হয়েছে।

নির্যাতিত শিক্ষার্থী শরিফুল ইসলাম বাবু বলেন, ‘আমার বিরুদ্ধে এক মেয়েকে ডিস্টার্বের অভিযোগ তুলে ছাত্রলীগ নেতাকর্মীরা নির্যাতন চালিয়েছে। মারধরের সময় ‘আমি কিছু করিনি’ বলতেই এক নেতা মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দেয়।

এ ব্যাপারে জানতে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়ার মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল তুহিন বলেন, এটা বড় ধরণের কিছু না। মীমাংসা করে দিয়েছি।

শাহ মখদুম হল প্রাধ্যক্ষ অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তেমন কিছুই হয়নি। সাংবাদিকদের বলার মতো কিছু নাই। এ কথা বলে তিনি ফোন রেখে দেন।

রাবি প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, ‘ঘটনা খতিয়ে দেখে তদন্ত কমিটি দোষীদের ব্যাপারে রিপোর্ট করবে। দ্রুত কমিটিকে প্রতিবেদন জমা দিতে প্রশাসন নির্দেশ দিয়েছে।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়