Saturday, March 29

প্রথম রাষ্ট্রপতি নয়, জিয়া ছিলেন স্বৈরশাসক

ঢাকা: দেশের প্রথম রাষ্ট্রপতি নয় জিয়াউর রহমান ছিলেন একজন সামরিক স্বৈরশাসক। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে ‘মিথ্যাবাদী’ বলে আখ্যায়িত করেছেন।
শুক্রবার রাতে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পাতায় এ মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ লিখেছেন, ‘বিএনপির নিজেদের ওয়েবসাইটে বলা হয়েছে জেনারেল জিয়াউর রহমান সপ্তম রাষ্ট্রপতি ছিল। সে কখনোই কারও দ্বারা নির্বাচিত হয়নি। সামরিক শাসনের অধীনে সে জোরপূর্বক ক্ষমতা দখল করেছিল। সাংবিধানিক এবং গণতান্ত্রিকভাবে সে কখনোই বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল না। সে ছিল এক সামরিক স্বৈরশাসক।’

তিনি লিখেছেন, ‘খালেদা জিয়া এবং তার ছেলে মিথ্যাবাদী। তারা মিথ্যার ওপর ভর করে তাদের সম্পূর্ণ রাজনৈতিক উত্তরাধিকার নির্মাণ করেছে। এমনকি আমাদের মহামান্য হাইকোর্ট রুল জারি করেছে যে, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেছিলেন। কিন্তু খালেদা সেই মিথ্যা প্রচারণা চালিয়ে আসছে যে জিয়াই তা করেছে এবং এটি সে সত্য হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। সে বঙ্গবন্ধু এবং আমাদের পুরো পরিবারকে নির্মমভাবে হত্যার দিনটিতে তার জন্মদিন পালন করে। যদিও তার বিভিন্ন সনদে ভিন্ন ভিন্ন জন্মদিন রয়েছে। যাদের মধ্যে একটিও ১৫ আগস্ট নয়। এটা কোনো রাজনীতি নয়। এটা হলো স্রেফ নষ্ট চরিত্র। তার উচিৎ পুরো জাতি এবং আমার পরিবারের কাছে ক্ষমাভিক্ষা চাওয়া।’

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়