বাবুল আহমদ
দেশের সীমান্তবর্তী এলাকা কানাইঘাট। উপজেলার
বিস্তীর্ণ এলাকাই সীমান্তঘেষা। আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে এ
উপজেলায় শুরু হয়েছে নির্বাচনী তোড়জোড়। বিদ্রোহী হিসেবে এ উপজেলায় রয়েছেন
জামায়াতের প্রার্থী। আর আওয়ামী লীগ ও ১৯ দল থেকে শক্তিশালী প্রার্থী দেয়া
হয়েছে। এ কারণে প্রধান দুটি রাজনৈতিক দলের সমর্থিত দুই প্রার্থীই নামছেন
মূল প্রতিদ্বন্দ্বিতায়। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিনের পক্ষে
সিলেটের সিনিয়র নেতারা মাঠে রয়েছেন। তার পক্ষে আওয়ামী লীগের সব নেতা
একাট্টা হয়ে মাঠে নেমেছেন। ১৯ দলের সমর্থিত প্রার্থী আশিক চৌধুরীর পক্ষে
নির্বাচনী প্রচারণায় অংশ নিতে ইতিমধ্যে কানাইঘাট ঘুরে এসেছেন বিএনপির
সহ-সভাপতি শমসের মুবীন চৌধুরী। তবে জামায়াত থেকে প্রার্থী থাকায় অনেকটা
চ্যালেঞ্জের মুখে পড়েছেন ১৯ দলের প্রার্থী। শমসের মুবীন চৌধুরী নির্বাচনী
প্রচারণায় দেশের স্বার্থে আশিক চৌধুরীকে ভোট দেয়ার আহবান জানান। আসন্ন
কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ,
বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। আওয়ামী লীগ থেকে নিজাম
উদ্দিন আল মিজান (ঘোড়া) উপজেলা জুড়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী (মোটরসাইকেল) ও
জামায়াত থেকে সদ্য বহিষ্কৃত মো. আবদুর রহিম (আনারস) মাঠে লড়ছেন। দু’জনই
সারা উপজেলায় নির্ঘুম প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অবশেষে কে বসবেন উপজেলার এ
শ্রেষ্ঠ আসনে তা নিয়ে চলছে এ দুই প্রার্থীর মধ্যে হিসাব নিকাশ। ভোটারদের
মাঝেও নিয়মিত উপস্থিত হচ্ছেন তারা। ভোটারদের মাঝে চলছে নানা ধরনের গুঞ্জন।
নিজের মূল্যবান ভোটটি কার বাক্সে ঢুকাবেন তা নিয়ে চলছে হিসাব নিকাশ। জাতীয়
পার্টি থেকে দোয়াত কলম প্রতীক নিয়ে লড়ছেন পার্টি চেয়ারম্যান এরশাদ মনোনীত
প্রার্থী মো. শাহাব উদ্দিন শাহাব। গত নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী
হয়ে নির্বাচন করেন। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গায় দলীয়
নেতাকর্মীদের নিয়ে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, সভা ও মতবিনিময়।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত মনোনীত প্রার্থী। আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলম রানা (মাইক), বিএনপি থেকে আজিজুল আম্বিয়া (টিউবওয়েল), জামায়াত থেকে মো. বদরুজ্জামান ইকবাল (টিয়া পাখি), জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মাওলানা আলিম উদ্দিন (চশমা), হেফাজত থেকে মাওলানা আবদুল করিম তারেক (তালা) নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী প্রভাতী রানী দাস (হাঁস), জামায়াত নেত্রী মরিয়ম বেগম (পদ্মফুল), আওয়ামী লীগ নেত্রী রুবি রানী চন্দ্র (কলস), জাহানার বেগম (বৈদ্যুতিক পাখা) ও স্বতন্ত্র প্রার্থী রোকসানা বেগম ফুটবল প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কানাইঘাট উপজেলা সদর পৌরসভা হলেও এখন পর্যন্ত অনেকটা অবহেলিত। এ কারণে যারাই উন্নয়নের কা-ারি হতে পারবেন তাদের দিকেই আসবে নির্বাচনী রায়। এমনটি ইতিমধ্যে ভোটের মাঠে পরিষ্কার হয়েছে।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত মনোনীত প্রার্থী। আওয়ামী লীগ থেকে জাহাঙ্গীর আলম রানা (মাইক), বিএনপি থেকে আজিজুল আম্বিয়া (টিউবওয়েল), জামায়াত থেকে মো. বদরুজ্জামান ইকবাল (টিয়া পাখি), জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মাওলানা আলিম উদ্দিন (চশমা), হেফাজত থেকে মাওলানা আবদুল করিম তারেক (তালা) নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী প্রভাতী রানী দাস (হাঁস), জামায়াত নেত্রী মরিয়ম বেগম (পদ্মফুল), আওয়ামী লীগ নেত্রী রুবি রানী চন্দ্র (কলস), জাহানার বেগম (বৈদ্যুতিক পাখা) ও স্বতন্ত্র প্রার্থী রোকসানা বেগম ফুটবল প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কানাইঘাট উপজেলা সদর পৌরসভা হলেও এখন পর্যন্ত অনেকটা অবহেলিত। এ কারণে যারাই উন্নয়নের কা-ারি হতে পারবেন তাদের দিকেই আসবে নির্বাচনী রায়। এমনটি ইতিমধ্যে ভোটের মাঠে পরিষ্কার হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়