Saturday, March 29

ড্রোন বিমান ব্যবহার করবে ফেসবুক

ঢাকা: পৃথিবী নামক গ্রহের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা দানে এবার ড্রোন বিমান ব্যবহার করবে বিশ্বখ্যাত যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর এই কাজে ব্যবহার করা হবে যুক্তরাজ্যের সৌরচালিত মনুষ্যবিহীন বিমান।
 
সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ ১২ দশমিক ৫ মিলিয়ন ডলারের বিনিময়ে অ্যাসসেন্টা নামের একটি ক্ষুদ্র প্রকৌশলী কোম্পানি কিনে নিয়েছে। এই কোম্পানিটির প্রধান প্রকৌশলী হলেন অ্যান্ড্রু কক্স। তিনিই সর্বপ্রথম সৌরচালিত মনুষ্যবিহীন বিমান পরিচালনায় রেকর্ড গড়েন। কোম্পানিটির গবেষকরা এখন ড্রোন বিমানের আরো উন্নয়নে কাজ করছেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে তারা চেষ্টা চালাচ্ছেন যাতে ড্রোন বিমান পৃথিবীপৃষ্ঠ থেকে ৬০ হাজার ফুট উচু থেকে কাজ করতে পারে।
 
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের ফেসবুক স্ট্যাটাস থেকে এ সম্পর্কিত তথ্য পাওয়া যায়। তিনি স্ট্যাটাসে লিখেন, ‘পুরো বিশ্বকে ইন্টারনেটের আওতায় আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আকাশ থেকে কিভাবে মানুষের কাছে সহজে ইন্টারনেট সুবিধা দেয়া যেতে পারে তা আমরা পরীক্ষা করে দেখছি। আজ আমরা আমাদের এই কাজ সম্পর্কিত কিছু তথ্য সবার উদ্দেশ্যে জানান দিলাম।’
 
অ্যাসসেন্টার এই প্রকল্পের পেছনে ঠিক কারা কাজ করছে তা ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়নি। তবে কোম্পানিটির কর্ণধার কক্স নিজে একজন মহাকাশ গবেষক। তিনি নাসার সঙ্গে বেশকিছু গবেষণায় যুক্ত ছিলেন। 
 
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়