নিজস্ব প্রতিবেদক:
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান বলেছেন, দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে আমাদের কাংখিত জাতীয় উন্নয়ন সম্ভব নয়। এজন্য নারীর প্রতি সহিংসতা, বাল্য বিবাহ প্রতিরোধ এবং সর্বোপরী নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সমাজের সর্বস্তরে নারী অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নারীরা হচ্ছেন একাধারে মাতা, ভগ্নি ও বধু। তাদেরকে যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদানের মাধ্যমেই সমাজ থেকে সহিংসতা ও বৈষম্যমূলক আচরণ রোধ করা সম্ভব। আজ মঙ্গলবার কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আয়োজিত নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে প্রারম্ভিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে ১৩৬টি দেশের মধ্যে ৭৫তম স্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমান সরকার নারীদের উন্নয়নে অর্থনৈতিক সমতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ফলে এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে ও এসআই কামাল হোসেনের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভাকে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। এছাড়া নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সাংবাদিক আব্দুন নূর, এনজিও কর্মকর্তা আবুল হোসেন, হাবিবুর রহমান, কানাইঘাট মহিলা কলেজের ছাত্রী সাদিয়া আক্তার ও শিরূপা রাণী, কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সানজিদা রহমান প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়